ইসকনকে নিয়ে ফেসবুক পোস্টের জেরে চট্টগ্রামে দোকান ভাংচুর
হিন্দু ধর্মীয় সংগঠন ইসকনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক পোস্ট দেয়ার অভিযোগে চট্টগ্রাম নগরীর হাজারী গলি এলাকায় একটি দোকান ভাংচুর ও এক ব্যবসায়ীকে তালাবদ্ধ করা হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) কাজী মো. তারেক আজিজ জানান, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে।
নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার দুই দোকান মালিক গণমাধ্যমকে জানান, সম্প্রতি ঢাকার এক সাংবাদিক ফেসবুকে মন্তব্য করেন, ইসকন একটি ‘সন্ত্রাসী’ সংগঠন। ওই মন্তব্যের স্ক্রিনশট হাজারী গলি এলাকার এক ব্যবসায়ী শেয়ার করার পর স্থানীয়রা মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে বিক্ষোভ শুরু করেন বিক্ষোভকারীরা। রাত সাড়ে আটটা পর্যন্ত ওই ব্যবসায়ীর শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন তারা।
একপর্যায়ে তারা ওই ব্যবসায়ীর দোকানে ভাংচুর ও তালা ঝুলিয়ে দেন।
পরে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে