Views Bangladesh

Views Bangladesh Logo

বাকিতে সিগারেট না দেয়ায় দোকানিকে ছুরিকাঘাতে হত্যা

District  Correspondent

জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪

কুমিল্লার তিতাসে সিগারেট বাকিতে না দেয়ায় মানিক (৩২) নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। হত্যাকান্ডে অভিযুক্ত হিসেবে এসেছে বাহাউদ্দীন ও জালাল উদ্দীন নামের দুই ধূমপায়ী ভাইয়ের নাম।

বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে উপজেলা কানাইনগর গ্রামের ভূইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত মানিক ওই গ্রামের মো. মোখলেস ভূঁইয়ার ছেলে।

হত্যাকান্ডের বিষয়ে নিহতের স্ত্রী তাসলিমা আক্তার বলেন,'প্রতিবেশী ভূঁইয়া বাড়ীর নায়েব আলীর ছেলে বাহাউদ্দীন আমার স্বামী মানিকের কাছে সিগারেট বাকি চায়। কিন্তু দোকানে সিগারেট না থাকায়, আমার স্বামী বলেন সিগারেট নাই। এতে বাহাউদ্দীন ক্ষিপ্ত হয়ে আমার স্বামীর সঙ্গে বাকবিতন্ডা শুরু করে। এক পর্যায়ে হাতাহাতি করে ঘরে চলে যায়। তারপর বাহাউদ্দীন ঘর থেকে তার পিতা মোখলেসের সামনেই দা হাতে, তার আপন ভাই জালালউদ্দীনকে সাথে নিয়ে আমার স্বামীকে কোপাতে আসলে প্রতিবেশীরা বাধা দেয়। এতে তারা দুই ভাই আবারও ঘরে গিয়ে ছুরি নিয়ে আসে। তারা আমাদের বাড়ির অন্যদিক দিয়ে ঘুরে দোকানে ঢুকে। এসময় জালালউদ্দীন আমার স্বামী মানিককে জাবড়ে ধরলে তার ভাই বাহাউদ্দীন গলায় ছুরি মেরে হত্যা করে।'

মুমূর্ষু অবস্থায় মানিককে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অপারগতা জানায়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে মানিকে মৃত্যু হয় বলেন যুক্ত করেন নিহতের স্ত্রী।

এর আগেও তারা বাকি নিয়ে অনেক টাকা জমিয়েছে, আর সেই টাকা চাইতে গেলে কয়েকবার নিহত মানিককে মারধর করা হয়েছে বলে জানান তাসলিমা আক্তার।

এ ব্যাপারে তিতাস থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কান্তি দাস বলেন, আমরা শুনেছি সিগারেট বাকি না দেয়ায় মানিক নামের এক দোকানিকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে, খুনীদের গ্রেফতারে সর্বোচ্চ চেষ্টা করছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ