Views Bangladesh

Views Bangladesh Logo

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে চোট, শরিফুলের বাম হাতে ৬ সেলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২ জুন ২০২৪

বিশ্বকাপ মিশন শুরু করার আগে নিউইয়র্কে ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে চোট পেয়েছেন বাংলাদেশ দলের বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। ওই চোটের কারণে বাঁ হাতে ছয়টি সেলাই লেগেছে শরিফুলের। সুস্থ হয়ে উঠতে তার অন্তত এক সপ্তাহ সময় লাগবে।

প্রস্তুতি ম্যাচে ভারতের ইনিংসের শেষ ওভারে হার্দিক পান্ডিয়ার শট ঠেকাতে গিয়ে হাতে চোট পান শরিফুল। শেষ বল না করেই মাঠ ছাড়তে হয় তাকে।

আগামী ৮ জুন ডালাসে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু হতে যাচ্ছে। তবে চোটের কারণে প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলের খেলাও এখন অনেকটাই অনিশ্চিত।

ভারতের বিপক্ষেও দারুণ বল করছিলেন শরিফুল। ৩ দশমিক ৫ ওভারে ২৬ রান দিয়ে তুলে নিয়েছিলেন এক উইকেট; কিন্তু নিজের কোটার শেষ ওভার করতে গিয়ে হাতের তালুতে চোট পান বাঁহাতি এই পেসার। বাঁ হাতের তর্জনী থেকে তালু অবধি ছয়টি সেলাই দেয়া হয় তাকে। শরিফুল সুস্থ না হয়ে উঠলে বেশ বিপদেই পড়ে যেতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরীর মতে, শরিফুলের ফিটনেসের অবস্থা জানতে বাংলাদেশকে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ