‘শরতের জবা’ নিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু কুসুম সিকদারের
২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৫-এ আজ (১৪ জানুয়ারি ২০২৫) জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে দেখলাম ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কুসুম সিকদারের ছবি ‘শরতের জবা’। ‘শরতের জবা’ কুসুম সিকদারের ডেব্যু চলচ্চিত্র। ছবির কাহিনি, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা করেছেন কুসুম সিকদার নিজেই। ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও পহড়ডাঙ্গা পিকচার্সের ব্যানারে ছবিটি কুসুম শিকদার ও ফরিদুর রেজা সাগর যৌথভাবে প্রযোজনা করেছেন।
২০১৬ সালে গৌতম ঘোষের ‘শঙ্খচিল’ সিনেমার পর এই চলচ্চিত্রের মাধ্যমে প্রায় আট বছর পর বড় পর্দায় ফিরলেন কুসুম শিকদার। ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন কুসুম শিকদার ও ইয়াশ রোহান। ছবিটি এক নারীর রহস্যময় মনস্তাত্ত্বিক জীবন নিয়ে রচিত। যেখানে ওই নারীর অতৃপ্ত প্রেম ও অপ্রত্যাশিত মৃত্যুজনিত কারণে তার মানসিক ট্রমাকে চিত্রায়িত করা হয়েছে। অনেকটা ভৌতিক ঘরানার এই ছবিতে জবা চরিত্রে কুসুম সিকদার অভিনয়ে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। শরত চরিত্রে ইয়াশ রোহানও দুর্দান্ত অভিনয় করেছেন।
কিছু কিছু সংলাপ ছবিটির প্রত্যাশাকে কিছুটা ম্লান করেছে বলে মনে হয়েছে। সবচেয়ে ভালো লেগেছে ছবির লোকেশন। ছবিতে বেলী চরিত্রে নিদ্রা নেহা বেশ সাহসী শট দিয়েছেন। মনস্তাত্ত্বিক থ্রিলার ছবিটির জবা চরিত্রে কুসুম সিকদার আবারও নিজের অভিনয় দক্ষতা দারুণভাবে তুলে ধরেছেন।
২০১৭ সালে প্রকাশিত কুসুম সিকদারের লেখা ‘অজাগতিক ছায়া’ গল্পগ্রন্থ থেকে ‘শরতের জবা’ গল্পটিকেই কুসুম সিকদার চলচ্চিত্রে রূপ দিয়েছেন। ২০২৪ সালের ২০ সেপ্টেম্বর ছবিটির টিজার প্রকাশিত হয় এবং ১১ অক্টোবর দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্স ও যমুনা ব্লকবাস্টার প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। শিগগিরই ছবিটি ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি দেয়ার কথা রয়েছে।
‘শরতের জবা’ ডেব্যু সিনেমার জন্য তরুণ পরিচালক কুসুম সিকদারকে উষ্ণ আলিঙ্গন, অভিনন্দন ও শুভেচ্ছা। ‘শরতের জবা’ টিমের জন্য শুভ কামনা। জয়তু বাংলা সিনেমা। জয়তু ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।
রেজা ঘটক: কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে