সিরাজগঞ্জে শিশু নির্যাতনের অভিযোগে বিএনপি নেতাকে শো’কজ
১৩ বছরের ছেলেশিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফকির জুয়েল রানাকে কারণ দর্শানোর (শো’কজ) নোটিশ দেয়া হয়েছে। তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলেছে উপজেলা বিএনপি।
তবে সোমবার (১৩ জানুয়ারি) দুপুর পর্যন্ত থানায় কোনো মামলা করেনি নির্যাতিত বা তার পরিবার। ভুক্তভোগী ছেলেটির বাড়ি উপজেলার চর সলিমাবাদ গ্রামে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র।
রোববার (১২ জানুয়ারি) রাতে উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক রেজাউল করিম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ফকির জুয়েল রানার বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে এ বিষয়ে কারণ দর্শাতে ব্যর্থ হলে জুয়েল রানার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি জাহিদ মোল্লা জানান, বিষয়টি জানার পর অভিযুক্ত জুয়েল রানাকে শো’কজ করা হয়েছে। ঘটনা তদন্তে গঠিত কমিটির সদস্যরা হলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি হামিদুল ইসলাম দুলাল ও সহ সভাপতি জাহাঙ্গীর সিকদার এবং উপজেলা যুবদলের সভাপতি আরমান হোসেন হাবিব।
অভিযোগ অস্বীকার করে জুয়েল রানা বলেন, ‘আমাকে ফাঁসাতে মিথ্যা ষড়যন্ত্র করা হচ্ছে। শিশুটিকে শারীরিক পরীক্ষা করলেই এর প্রমাণ পাওয়া যাবে’।
শিশুটির বাবার অভিযোগ, পূর্ব পরিচয়ের সূত্র ধরে শনিবার (১১ জানুয়ারি) রাত ১১টার দিকে উপজেলা সদরের চর সলিমাবাদ বাজারে ডেকে নিয়ে জুয়েল রানা তার ছেলেকে শারীরিক নির্যাতন করেন। পরে ছেলে বাড়িতে ফিরে তাদের বিষয়টি জানায়। এরপর ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, ‘শিশু নির্যাতনের ঘটনা শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে’।
ছেলেটির বাবা বলেন, চিকিৎসার জন্য ছেলেকে হাসপাতালে নেয়া হয়েছে। এরপর থানায় মামলা করা হবে। জুয়েল রানার শাস্তি দাবি করেন তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে