Views Bangladesh Logo

মেহেরপুরের পর রাজবাড়ীর কৃষকের পাশে ‘স্বপ্ন’

Press Release

প্রেস রিলিজ

বার শীতকালীন সবজি ফুলকপির বাম্পার ফলন হলেও প্রত্যাশিত দাম পাচ্ছেন না বিভিন্ন এলাকার কৃষকরা। কাঙ্ক্ষিত দাম না পেয়ে জমির সামনে বসে কান্না করছেন অনেকে।

গণমাধ্যমে প্রচারিত এমন কিছু খবর দৃষ্টিগোচর হয় দেশের অন্যতম সুপারশপ ‘স্বপ্ন’ কর্তৃপক্ষের। কৃষকের এমন কষ্ট কমানোর চেষ্টায় কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

গত সপ্তাহে মেহেরপুরের কৃষকদের কাছ থেকে ফুলকপি কিনে তাদের মুখে হাসি ফোটায় ‘স্বপ্ন’।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাজবাড়ীর কৃষকদের কাছ থেকেও ন্যায্যমূল্যে ফুলকপি কিনেছে স্বপ্ন টিম। এর মধ্যে জেলার বালিয়াকান্দি উপজেলার চাষি মিজান মন্ডল এবং টুকু শেখের কাছ থেকে কয়েক হাজার ফুলকপি কেনা হয়।

সরাসরি কৃষকদের কাছ থেকে কেনা এসব ফুলকপি শুক্রবার (১০ জানুয়ারি) থেকে ঢাকাসহ দেশজুড়ে ‘স্বপ্ন’ আউটগুলোতে বিক্রি হচ্ছে।

‘স্বপ্ন’-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, ‘ফুলকপি বিক্রি নিয়ে সোশ্যাল মিডিয়া এবং সংবাদমাধ্যমে প্রথমে মেহেরপুর এবং পরে রাজবাড়ীর কৃষকের হতাশার খবর জানতে পারি। দুই জেলায়ই গিয়ে হতাশাগ্রস্ত কৃষকদের ফুলকপি কিনে আনা হয়েছে’।

‘যেখানেই কৃষকের কান্না, সেখানেই পৌছে যাবে স্বপ্ন টিম। কৃষক বাঁচলে, বাঁচবে দেশ’- বলেন তিনি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ