Views Bangladesh

Views Bangladesh Logo

সিঙ্গাপুরের হাইকমিশনারের সঙ্গে বিএনপি প্রতিনিধিদের বৈঠক

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

সিঙ্গাপুর দূতাবাসের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লোহ বিএনপি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক করেন তারা।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো’র নেতৃত্বে চার্জ দ্যা অ্যাফেয়ার্স মিচেল লো ও সিঙ্গাপুর হাইকমিশনের ডেস্ক অফিসার রাহুল আব্রাহাম বিএনপির মহাসচিবের সঙ্গে বৈঠকে বসেছেন।

এছাড়া বৈঠকে উপস্থিতি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী এবং বিএনপি নেত্রী শামা ওবায়েদ।

বৈঠক শেষে আমীর খসরু এক প্রেস ব্রিফিংয়ে জানান, এটি একটি সৌজন্যমূলক বৈঠক ছিল। দুই দেশের অর্থনৈতিক কার্যক্রম ও বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি বলেন, দুই দেশই বিশ্বাস করে যে, বাংলাদেশে একটি নির্বাচিত সরকার থাকলে এই বিষয়গুলো আরও সহজে সম্পন্ন করা সম্ভব হবে।

এছাড়া সিঙ্গাপুরে দক্ষ কর্মী প্রেরণের বিষয়েও আলোচনা হয়েছে। সিঙ্গাপুরে নার্সসহ বিভিন্ন দক্ষ কর্মীর চাহিদা রয়েছে এবং তারা বিনিয়োগ ও প্রযুক্তিগত সহায়তা প্রদানেও আগ্রহী বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে সিঙ্গাপুর বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনায়ও সহায়তা প্রদানের ইচ্ছা প্রকাশ করেছে। স্বাস্থ্য, শিক্ষা, জাহাজ নির্মাণ, বিদ্যুৎ ও আর্থিক খাতেও সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে সিঙ্গাপুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ