সিঙ্গাপুরের নির্বাচনে ক্ষমতাসীন দলের টানা ১৪ বার জয়
সিঙ্গাপুরের পার্লামেন্ট নির্বাচনে টানা ১৪ বারের মতো জয় পেয়েছে ক্ষমতাসীন পিপলস অ্যাকশন পার্টি (পিএপি)। এর মাধ্যমে শহর-রাষ্ট্রটিতে দলটির ৬০ বছরের শাসন আরও দীর্ঘায়িত হলো। ১৯৬৫ সালে স্বাধীনতা লাভের আগেই সিঙ্গাপুরের রাজনীতিতে নেতৃত্ব দেয়া শুরু করে দলটি।
শনিবার (১ মে) অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল অনুযায়ী, মোট ৯৭টি আসনের মধ্যে ৮৭টিতেই জয় পেয়েছে পিএপি। ৩৩টি নির্বাচনী এলাকার বেশ কয়েকটিতে বিপুল ভোটে বিজয়ী হয়েছে তারা। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, দলটি এবার পেয়েছে মোট ভোটের ৬৫ দশমিক ৫৭ শতাংশ। ২০২০ সালের নির্বাচনে তাদের ভোটপ্রাপ্তির হার ছিল ৬৪ দশমিক ২ শতাংশ।
এই জয়ের মধ্য দিয়ে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স ওংয়ের প্রতি জনসমর্থনের শক্তিশালী প্রকাশ ঘটেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তিনি গত বছর সিঙ্গাপুরের চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। এর আগে প্রায় দুই দশক সিঙ্গাপুরের নেতৃত্বে ছিলেন লি হসিং লুং, যিনি আধুনিক সিঙ্গাপুরের স্থপতি লি কুয়ান ইয়েউয়ের পুত্র।
নির্বাচনে প্রধান বিরোধী দল ওয়ার্কার্স পার্টি আগের মতোই ১০টি আসন পেয়েছে। এটি সিঙ্গাপুরে কোনো বিরোধী দলের সবচেয়ে বেশি আসন পাওয়ার রেকর্ড।
এবারের নির্বাচনে জীবনযাত্রার ব্যয়, বাসস্থানসংকট এবং বৈশ্বিক অর্থনৈতিক চাপই ছিল কেন্দ্রীয় ইস্যু। বিশ্বের অন্যতম ব্যয়বহুল শহর হিসেবে পরিচিত সিঙ্গাপুরে এসব বিষয় সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। লরেন্স ওংয়ের সরকার ইতোমধ্যে সতর্ক করে জানিয়েছে, বৈশ্বিক বাণিজ্যযুদ্ধের প্রভাবে সিঙ্গাপুর অর্থনৈতিক মন্দার মুখে পড়তে পারে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে