Views Bangladesh Logo

কোটি টাকার মাদকসহ কণ্ঠশিল্পী আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

কোটি টাকার মাদক ক্রিস্টাল মেথ আইসসহ এক কণ্ঠশিল্পীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর মালিবাগ চৌধুরীপাড়া মাটির মসজিদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত কণ্ঠশিল্পীর নাম এনামুল কবির রুবেল। তিনি জনপ্রিয় ব্যান্ড শিল্পী পপগুরু আজম খানের দলের সদস্য ছিলেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

মাদকসহ কণ্ঠশিল্পী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদ।

এ বিষয়ে তিনি সংবাদমাধ্যমকে বলেন, জব্দকৃত আইসের মূল্য ১ কোটি টাকা। আজ শনিবার (২৭ এপ্রিল) রামপুরা থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ