Views Bangladesh Logo

বাড়িতে আগুন লেগে মারা গেলেন সংগীতশিল্পী জিল সোবুল

 VB  Desk

ভিবি ডেস্ক

‘আই কিসড অ্য গার্ল’ গান দিয়ে পরিচিত গায়িকা ও গীতিকার জিল সোবুল মারা গেছেন। মিনেসোটার উডবেরিতে নিজের বাড়িতে আগুন লেগে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৬ বছর।

বৃহস্পতিবার তার মুখপাত্র মৃত্যুর খবর নিশ্চিত করেন। তবে অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, কীভাবে আগুন লেগেছিল, তা এখনো পরিষ্কার নয়।

জিল সোবুল ১৯৯৫ সালে মুক্তি পাওয়া ‘আই কিসড অ্য গার্ল’ গানের মাধ্যমে পরিচিতি পান, যা ছিল বিলবোর্ড টপ টোয়েন্টি-তে স্থান পাওয়া প্রথম সমকামী বিষয়ভিত্তিক জনপ্রিয় গান। তিন দশকের ক্যারিয়ারে তিনি ডজনখানেক অ্যালবাম তৈরি করেছিলেন।

তার গানগুলোতে উঠে এসেছে মৃত্যুদণ্ড, অ্যানোরেক্সিয়া (খাবার না খেয়ে রোগা হয়ে যাওয়ার মানসিক অসুস্থতা), দোকান থেকে চুরি, সন্তান জন্মদান, ফরাসি প্রতিরোধ আন্দোলন, কৈশোরের দুঃসময়, অসহিষ্ণুতা এবং ‘আমেরিকাকে আবার মহান করো’ আন্দোলনের মতো নানা বিষয়—সবই তুলে ধরা হয়েছে তার নিজস্ব ব্যঙ্গরস ও হৃদয়গ্রাহী সুরে।

জিল সোবুল শিল্পীদের স্বাধীনতা ও সমর্থনের জন্য নানা রকম নতুন উপায় খুঁজতেন। তিনি ক্রাউডফান্ডিংয়ের পথিকৃৎ হিসেবে পরিচিত ছিলেন এবং বারবার টেড কনফারেন্সে পারফর্ম করেছেন।

তার শেষ প্রজেক্ট ছিল ‘ফাক সেভেন্থ গ্রেড’ নামে একটি আত্মজৈবনিক মিউজিক্যাল, যা নিউ ইয়র্ক টাইমস-এর সমালোচকদের পছন্দের তালিকায় ছিল এবং ড্রামা ডেস্ক অ্যাওয়ার্ডে মনোনয়ন পেয়েছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ