Views Bangladesh Logo

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীতশিল্পীসহ ২ জনের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

সুনামগঞ্জে বাস ও অটোরিকশার সংঘর্ষে ফোকগানের জনপ্রিয় শিল্পী পাগল হাসানসহ (মতিউর রহমান হাসান) দু’জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৭টায় জেলার ছাতক উপজেলায় সুরমা সেতুর টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানান ছাতক থানার ওসি মো. শাহ আলম।

ওসি বলেন, বৃহস্পতিবার সকালে কালারুকা ইউনিয়নের শিমুলতলা গ্রামের সংগীতশিল্পী পাগল হাসান তার কয়েকজন স্বজনকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় ছাতকে আসছিলেন। পথে সুরমা সেতুর টোল প্লাজার কাছে গোবিন্দগঞ্জ থেকে দোয়ারাবাজারমুখি বাসের সঙ্গে তাদের অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়।

তিনি আরও বলেন, “ঘটনাস্থলেই মারা যান শিল্পী পাগল হাসান। গুরুতর আহত হন তার সঙ্গে থাকা তিনজন। তাদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আব্দুস সাত্তারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

আহত অপর দুজনকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ