Views Bangladesh

Views Bangladesh Logo

যত দ্রুত সম্ভব কারফিউ তুলে নেয়ার জন্য কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৪ জুলাই ২০২৪

গামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জমান খান কামাল। তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব কারফিউ তুলে নেয়ার জন্য কাজ করছে সরকার।

বুধবার (২৪ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘আমাদের জনগণ সন্ত্রাস ও জঙ্গিবাদ পছন্দ করে না। আমরা মনে করি, আমরা একসঙ্গে লড়াই করব। আমি এই গোষ্ঠী এবং এর নেটওয়ার্ককে অনুমতি দেব না।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো একের পর এক অপরাধীদের চিহ্নিত করছে।

তিনি আরও বলেন, ‘বর্তমান পরিস্থিতি মোকাবিলায় কারফিউ জারি করা হয়েছে। জঙ্গিবাদের উত্থান এবং সন্ত্রাসবাদী কার্যকলাপ আমরা সফলভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। আগামী ৩-৪ দিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।

এ সময় কোটা সংস্কার আন্দোলন চলাকালীন বিএনপি-জামাত ক্যাডারদের হাতে নিহত পুলিশ ও আনসারের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জমান খান কামাল বলেন, পুলিশ, বিজিবি, আনসারসহ সকল বাহিনী ধৈর্যের সঙ্গে এই আন্দোলনকে মোকাবিলা করেছে।

তিনি আরও বলেন, ‘আমরা দেখেছি যে সন্ত্রাসী আন্দোলনের নামে আমাদের পুলিশ ও আনসারকে নৃশংসভাবে হত্যা করেছে এবং অনেকে গুরুতর আহত হয়েছে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাই জানে যে, এই দৃশ্যের পেছনে শিক্ষার্থীদের আন্দোলনকে কারা সমর্থন দিয়েছিল। তারা স্বাধীনতাবিরোধী শক্তি এবং বাংলাদেশকে একটি অকার্যকর দেশে পরিণত করতে তারা শিক্ষার্থীদের ইন্ধন জুগিয়েছে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের সব দাবি মেনে নেয়া হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা দেখেছি যে, তারা পুলিশকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। একজন পুলিশকে হত্যা করে গাছে ঝুলিয়ে দেয়া হয়। এই ছবিটা আপনারা দেখেছেন। আপনারা এটাও দেখেছেন যে, এর আগেও জামায়াতে-বিএনপির পৃষ্ঠপোষকতায় বাংলা ভাইয়ের উত্থান হয়েছিল।’

তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চালানো নাশকতাকারীদের চিহ্নিত করা হবে এবং তাদেরকে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হবে।

যারা সহিংসতা ও নাশকতার সঙ্গে জড়িত তাদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা একে একে তাদের চিহ্নিত করতে আমাদের সমস্ত শক্তি ব্যবহার করব। আমরা তাদের ছাড় দেব না।’

তিনি আরও বলেন, 'আমরা কারফিউ জারি করতে বাধ্য হয়েছি। আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে ফোন করেছিলাম। তারা বেসামরিক প্রশাসনের সঙ্গে সহযোগিতা করছে। আমরা ইতোমধ্যেই জঙ্গি ও সন্ত্রাসীদের এবং বিএনপি-জামাতের ষড়যন্ত্রকে নিয়ন্ত্রণে এনেছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ