Views Bangladesh Logo

চট্টগ্রামে পাইলিংয়ের মাটি খুঁড়তে বেরিয়ে এলো ছয়টি বোমা

ট্টগ্রাম মহানগরীর পূর্ব মাদারবাড়ীতে ভবনের ভিত তুলতে মাটি খুঁড়তে গিয়ে ছয়টি বোমা পাওয়া গেছে। ঘটনাস্থলে রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিট। পরীক্ষা-নিরীক্ষার পর বোমাগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেবে তারা।

সোমবার (৫ মে) দুপুর একটার দিকে সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ীর রাবেয়া ওয়ার্কশপ সংলগ্ন নির্মাণাধীন ভবনটির নিচ থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।

সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, নির্মাণাধীন ভবনটির পাইলিংয়ের মাটি তুলতে গিয়ে বোমাসদৃশ ছয়টি বস্তু দেখতে পান নির্মাণ শ্রমিকরা। সেখানে আমাদের একটি টীম রয়েছে।

তিনি বলেন, ‘বোমাগুলোর ওজন-আকৃতি এবং ধরন সম্পর্কে এখনই কিছু বলতে পারছি না। তবে সেগুলো পরিত্যক্ত ও বহু পুরোনো। সিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করছে’।

‘বোমাগুলো সক্রিয় নাকি নিষ্ক্রিয়, সেটিও পরীক্ষার পরই জানা যাবে’- বলেন ওসি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ