Views Bangladesh

Views Bangladesh Logo

বাল্টিমোরে জাহাজের ধাক্কায় সেতু ধস: ৬ জনের মৃত্যুর আশঙ্কা

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ২৭ মার্চ ২০২৪

যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরে কন্টেইনারবাহী একটি জাহাজের ধাক্কায় একটি বিশাল সেতু ভেঙে নদীতে পড়ে গেছে। এ ঘটনায় এখনো ৬ জন নিখোঁজ রয়েছেন। তবে তাদের সবাই মারা গেছেন বলে ধারণা করছেন দেশটির কোস্টগার্ড বাহিনী।

মার্কিন কোষ্টগার্ডের রিয়ার অ্যাডমিরাল শ্যানন গিলরেথ এক সংবাদ সম্মেলনে বলেন, ‘নিখোঁজদের অনুসন্ধানে আমরা ব্যাপক অনুসন্ধান চালিয়েছি। এই মুহূর্তে পানির যে তাপমাত্রা, আমরা বিশ্বাস করি না যে তাদের কাউকে জীবিত অবস্থায় খুঁজে পাবো।

এ বিষয়ে ম্যারিল্যান্ডের রাজ্য পুলিশের সচিব রোল্যান্ড বাটলার বলেন, ‘আমরা অনুসন্ধান ও উদ্ধার অভিযানের অংশ হিসেবে পুনরায় উদ্ধার অভিযানে নামছি।’

তিনি আরও বলেন, পানির তাপমাত্রা এবং স্রোতের কারণে ডুবুরিদের পানির নিচে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছে। তবে উদ্ধার তৎপরতায় নিয়োজিত কোস্টগার্ডের নৌকাগুলো টহল অব্যাহত রাখবে।

এ প্রসঙ্গে দেশটির ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের প্রধান জেনিফার হোমেন্ডি বলেছেন, কী ঘটেছিল তা নির্ধারণ করতে জাহাজ থেকে করা রেকর্ডিংগুলি সাহায্য করবে বলে আশা করছেন ফেডারেল তদন্তকারীরা।

এদিকে এই সেতু ধসকে ‘ভয়ঙ্কর দুর্ঘটনা’ হিসেবে অভিহিত করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসঙ্গে সেতুটি পুনঃর্নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। যখন ব্রিজ নির্মাণকারী দলের ছয়জন সদস্য ব্রিজটির মেরামত করছিলেন।









মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ