Views Bangladesh Logo

৬ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারে গঠন করা হয় ছয়টি সংস্কার কমিশন। শনিবার (৮ ফেব্রুয়ারি) এই কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। একইসঙ্গে প্রতিবেদনের মাধ্যমে সর্বসম্মত সুপারিশমালা পেশ করবেন কমিশনের প্রধানরা।

এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ শনিবার সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন ও সুপারিশমালা রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের শক্তির কাছে পাঠানো হবে। এরপর রাজনৈতিক দল ও গণঅভ্যুত্থানের পক্ষের সব শক্তির সঙ্গে আলোচনা এবং সমঝোতাক্রমে জাতীয় ঐকমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে হবে।‌ এ তারিখ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জাতীয় পরিষদের অস্থায়ী কার্যালয়ে সংস্কার কমিশন প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে কমিশনগুলোর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশের বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়াও বৈঠকে সংস্কার কমিশনগুলোর পক্ষ থেকে দেয়া সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সরকারের পরিকল্পনার ওপরও আলোকপাত করা হয়।

ওই বৈঠকে উপস্থিত ছিলেন সাংবিধানিক সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ, নির্বাচনি সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান ও আব্দুল মুঈদ চৌধুরী।

উল্লেখ্য, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর ড. মুহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়। এর পরই সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে দুই ধাপে মোট ১১টি সংস্কার কমিশন গঠন করে। আর এই সংস্কার কমিশন গঠনের কার্যক্রম শুরু হয় অক্টোবর মাসে। প্রথম ধাপে সরকারি প্রশাসন, পুলিশ, দুর্নীতি দমন কমিশন, নির্বাচন ব্যবস্থা, সংবিধান এবং বিচার বিভাগীয় সংস্কারের জন্য কমিশন গঠন করা হয়। এরপর দ্বিতীয় ধাপে গণমাধ্যম, স্বাস্থ্য, শ্রম, নারী বিষয়ক এবং স্থানীয় সরকার ব্যবস্থার সংস্কারের জন্য আরও পাঁচটি কমিশন গঠিত হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ