বন্ধ হলো একসময়ের জনপ্রিয় যোগাযোগমাধ্যম ‘স্কাইপি’
প্রায় ২২ বছর পর বন্ধ হয়ে গেল জনপ্রিয় ইন্টারনেটভিত্তিক যোগাযোগমাধ্যম স্কাইপি। ৫ মে ২০২৫ থেকে এটি আর ব্যবহার করা যাবে না বলে জানিয়েছে এর মালিক প্রতিষ্ঠান মাইক্রোসফট। স্কাইপির পরিবর্তে প্রতিষ্ঠানটি এখন মাইক্রোসফট টিমস-কে সামনে আনতে চায়।
২০০৩ সালে যাত্রা শুরু করা স্কাইপি এক সময় ভিডিও ও ভয়েস কলের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছিল। ব্যক্তি, পেশাদার ও প্রবাসীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে এটি ছিল নির্ভরযোগ্য মাধ্যম। ২০১১ সালে মাইক্রোসফট এটি কিনে নিলেও সময়ের সাথে হোয়াটসঅ্যাপ, জুম এবং টিমস-এর জনপ্রিয়তায় স্কাইপি পিছিয়ে পড়ে।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে স্কাইপি বন্ধের ঘোষণা দেয় মাইক্রোসফট। ব্যবহারকারীরা তাদের পুরোনো চ্যাট ও কনট্যাক্ট টিমস-এ ব্যবহার করতে পারবেন এবং ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ডেটা ডাউনলোড করে রাখতে পারবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে