Views Bangladesh

Views Bangladesh Logo

গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী শঙ্কামুক্ত

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪

স্লোভাকিয়ায় এক বন্দুকধারীর গুলিতে আহত দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর অবস্থা বর্তমানে আশঙ্কাজনক নয় বলে জানিয়েছেন স্লোভাকিয়ার উপ-প্রধানমন্ত্রী ও পরিবেশমন্ত্রী টমাস তারাবা।

বিবিসি জানিয়েছে, বুধবার হ্যান্ডলোভায় সরকারি একটি বৈঠকে অংশ নেন ফিকো। বৈঠক থেকে বের হওয়ার পর সেখানে বহু মানুষ তাকে শুভেচ্ছা জানানোর জন্য জড়ো হয়েছিলেন। একপর্যায়ে জনতার ভিড়ের মধ্য থেকে ফিকোকে লক্ষ্য করে কেউ গুলি চালায়। পরে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে ফিকোর নিরাপত্তা কর্মকর্তারা তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে হেলিকপ্টারে করে বানস্কা ব্রিস্তিকা শহরের একটি হাসপাতালে নেওয়া হয়।

এ ব্যাপারে পরিবেশমন্ত্রী টমাস তারাবা বিবিসিকে বলেন, “এ ঘটনায় আমি খুব অবাক হয়েছি...আমি যতদূর জানি অপারেশনটি সফল হয়েছে এবং আমি অনুমান করছি শেষ পর্যন্ত তিনি বেঁচে যাবেন। এই মুহূর্তে তার অবস্থা আশঙ্কাজনক নয়। ”

তারাবা জানান, গুলিগুলো ফিকোর পেটসহ শরীরের বিভিন্ন জায়গায় লেগেছে।

সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, ফিকোর অস্ত্রোপচার শেষ হয়েছে এবং তাঁর অবস্থা স্থিতিশীল।

এর আগে এক সংবাদ সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী রবার্ট কালিনাক বলেছিলেন, বেশ কয়েকটি গুলির আঘাতে ফিকো ‘গুরুতর পলিট্রমা’তে ভুগছেন।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্তক জানিয়েছিলেন, অস্ত্রোপচার চলাকালীন ফিকোর অবস্থা আশঙ্কাজনক।

উল্লেখ্য, বুধবার বন্দুক হামলারা ঘটনাটি ঘটে রাজধানী ব্রাতিশ্লোভার ১০০ মাইল উত্তর-পূর্বে হ্যান্ডলোভা শহরে। এ নিয়ে স্লোভাক মিডিয়া বলেছে, একজন ৭১ বছর বয়সী বন্দুকধারীর গুলিতে গুলিবিদ্ধ হন দেশটির প্রধানমন্ত্রী। এ ঘটনায় নিন্দা জানিয়েছে বিশ্বনেতারা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ