Views Bangladesh Logo

এবার ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল স্লোভেনিয়া

 VB  Desk

ভিবি ডেস্ক

স্বাধীন রাষ্ট্র হিসেবে এবার ফিলিস্তিনকে স্বীকৃতি দিল স্লোভেনিয়া। এর আগে ইউরোপের এই দেশটি ছাড়াও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয় স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। একই পথ অনুসরণ করার ঘোষণা দিয়েছে মাল্টাও।

দেশটির সংসদে এ বিষয়ে সংসদ সদস্যদের ভোটাভুটির পর ফিলিস্তনকে স্বীকৃতি দেয়ার কথা জানানো হয়।

গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে একটি প্রস্তাবে অনুমোদন দেয় স্লোভেনিয়া সরকার। এরপর তা চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে পাঠানো হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৪ জুন) প্রস্তাবের পক্ষে ভোট দেন স্লোভেনিয়ার পার্লামেন্টের ৯০ জন সংসদ সদস্যদের মধ্যে ৫২ জন। বাকি সংসদ সদস্যরা অধিবেশনে উপস্থিত না থাকায় সর্বসম্মতিক্রমে প্রস্তাবটি পাশ হয়।

ভোটাভুটির পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী রবার্ট গোলব বলেছেন, ‘একটি সার্বভৌম ও স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের আজকের স্বীকৃতি পশ্চিম তীর এবং গাজার ফিলিস্তিনি জনগণের জন্য আশার সঞ্চার করেছে।’

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, প্রায় আট মাসের গাজা যুদ্ধে এখন পর্যন্ত ইসরায়েলি বোমা হামলা ও স্থল হামলায় ৩৬ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছেন প্রায় ৮২ হাজার মানুষ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ