Views Bangladesh Logo

বাড়তে পারে কোমল পানীয়র দাম

মাত্রাতিরিক্ত গরম আর আন্তর্জাতিক রাজনীতি পাল্টে দিয়েছে দেশের কোমল পানীয়ের বাণিজ্য। গত বছরের তুলনায় বিক্রি বেড়েছে প্রায় ২৫ ভাগ। আগে থেকে প্রস্তুতি না নেয়ায় সময়মতো পণ্যের সরবরাহ দিতে হিমশিম অবস্থায় পড়তে হচ্ছে উৎপাদনকারী প্রতিষ্ঠানকে। তবে আসন্ন ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে দাম বাড়তে পারে ব্যাপক চাহিদা থাকা পণ্যটির।

নতুন অর্থবছরে কার্বোনেটেড বেভারেজের উপর ন্যূনতম করহার ৩ শতাংশ থেকে বেড়ে ৫ শতাংশ হতে পারে। অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে।

নাম প্রকাশ না করার শর্তে এনবিআরের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা ভিউজ বাংলাদেশকে বলেন, কোমল পানীয়র বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে। তবে এই পানীয় খাওয়ার কারণে স্বাস্থ্যগত ঝুঁকিও বাড়ছে। বেভারেজের উপর গত বছরও এনবিআর ন্যূনতম করহার কমিয়েছিল। কিন্তু সেই সুফল জনগন পায়নি। লাভের গুড় গেছে ব্যবসায়ীদের পকেটে।

তিনি বলেন, এনবিআরের ঘাড়ে রাজস্ব আদায়ের একটা চাপ রয়েছে। যেহেতু সব খাতে চাইলেই কর আদায় বাড়ানো যায় না সেহেতু যে খাত থেকে আদায় করা যায় সেখান থেকে আদায় করতে হবে।

এর আগে কোমল পানীয়র ওপর ন্যূনতম কর সর্বোচ্চ ১ শতাংশ করার দাবি জানিয়েছিল উৎপাদনকারী প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেস, প্রাণ, আব্দুল মোনেম এবং কোকা-কোলা বাংলাদেশ।

খাত সংশ্লিষ্টরা মনে করেন, আগামী তিন থেকে চার বছরে এ খাতে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগ ও স্থানীয় বিনিয়োগের পরিমাণ প্রায় ১০ হাজার কোটি টাকা। এ ছাড়া এই সেক্টরের বিভিন্ন পর্যায়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় সাড়ে ৩ লাখ লোকের কাজের সুযোগ তৈরি হয়েছে। এখন করহার বাড়ালে তা দেশের অর্থনীতির জন্য সহায়ক হবে না। এতে কর আদায় বাড়ার পর্রিবর্তে কমতে পারে বলে আশঙ্কা তাদের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ