ধর্ষণের অভিযোগে নরওয়ের রাজকুমারীর ছেলে গ্রেপ্তার
নরওয়ের ক্রাউন প্রিন্সেসের বড় ছেলে মারিয়াস বোর্গ হোইবিকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ।
হোইবি নরওয়েজিয়ান সিংহাসনের উত্তরাধিকারী ক্রাউন প্রিন্স হাকনের সৎ ছেলে এবং প্রিন্সেস মেটে-মেরিটের আগের সংসারের ছেলে।
হোইবি তার সৎ ভাই-বোন প্রিন্সেস ইনগ্রিড আলেকজান্দ্রা এবং প্রিন্স সেভেরে ম্যাগনাসের সাথে বেড়ে ওঠেন। তবে তার কোনো রাজকীয় উপাধি বা সরকারী দায়িত্ব নেই।
সোমবার (১৮ নভেম্বর) গভীর রাতে অসলোতে হোইবিকে অচেতন বা অন্য কোনো কারণে প্রতিরোধে অক্ষম নারীকে ধর্ষণের প্রাথমিক অভিযোগে গ্রেপ্তার করা হয়।
দেশটির আইন প্রাথমিক অভিযোগ আনুষ্ঠানিক অভিযোগের আগে করা হয় এবং কর্তৃপক্ষকে তদন্তের সময় সন্দেহভাজনদের গ্রেপ্তারের অনুমতি দেয়।
নরওয়েজিয়ার গণমাধ্যম জানিয়েছে, অভিযোগ অস্বীকার করেছেন হোইবি।
পুলিশ বলেছে, ভিকটিম ধর্ষণ প্রতিহত করতে পারেননি। তবে কখন ধর্ষণের ঘটনা ঘটেছে, তা জানাননি।
যে নারীকে ধর্ষণের অভিযোগ করা হয়েছে, তার আইনজীবী হেগে সলোমন বলেছেন, তার মক্কেল 'অনেক কঠিন সময় পার করছেন'।
স্থানীয় একটি সংবাদ সংস্থা জানিয়েছে, এ বিষয়ে কোনো মন্তব্য করেনি রাজপ্রাসাদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে