সৌম্য সরকারের শূন্যের রেকর্ড
টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে শ্রীলংকাকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সহজ ম্যাচ কঠিন করে লংকানদের বিপক্ষে ২ উইকেটের জয় পেয়েছে নাজমুল হাসান শান্তর দল।
তবে জয়ের দিনে সৌম্য সরকার অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডের মালিক হয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে এখন বাংলাদেশি এ ব্যাটারের চেয়ে বেশি শূন্য নেই আর কারো।
টি-টোয়েন্টিতে সৌম্যের শূন্যের সংখ্যা গিয়ে পৌঁছেছে ১৩টিতে। তবে সমান সংখ্যক ডাক আয়ারল্যান্ডের পল স্টার্লিংয়ের কুড়ি ওভারের ক্যারিয়ারেও আছে। এ দুজনই যৌথভাবে ক্রিকেটের সবচেয়ে ছোট সংস্করণে সর্বোচ্চ ডাক (শূন্য) মেরেছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি বাঁহাতি এই ব্যাটারের চতুর্থ ডাক। বিশ্বকাপে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ডাক মারার রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন তিনি। কুড়ি ওভারের বৈশ্বিক আসরে কোনো ব্যাটারের সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড পাঁচটি। শ্রীলংকার তিলকরত্নে দিলশান ও পাকিস্তানের শহিদ আফ্রিদি যে রেকর্ডের অংশীদার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে