Views Bangladesh Logo

অভিশংসিত প্রধানমন্ত্রীকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে পুনর্বহাল করল দক্ষিণ কোরিয়ার আদালত

ক্ষিণ কোরিয়ার একটি সাংবিধানিক আদালত প্রধানমন্ত্রী হান ডাক-সুর অভিশংসন বাতিল করেছে। এর মাধ্যমে অভিশংসিত হওয়ার তিন মাস পর আবারও প্রেসিডেন্ট পদে ফিরলেন তিনি। তবে প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলের অভিশংসনের বিষয়ে এখনো কোনো রায় দেয়নি আদালত।

রায়ে বিচারকরা বলেছেন, হানের বিরুদ্ধে আনা অভিযোগগুলো আইনের লঙ্ঘন নয় বা তাকে পদ থেকে সরানোর মতো গুরুতর নয় অথবা তার অভিশংসন প্রস্তাব জাতীয় পরিষদে পাসের সময় প্রয়োজনীয় কোরাম পূরণ করেনি।

রায়ের পর হান বলেন, “সাংবিধানিক আদালতের বিজ্ঞ সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ।”

টেলিভিশন ভাষণে তিনি আরও বলেন, “আমরা বিশ্বব্যাপী পরিবর্তনের প্রতিক্রিয়া প্রস্তুত ও বাস্তবায়নের জন্য একসাথে কাজ করব এবং ভূ-রাজনৈতিক রূপান্তরের যুগে দক্ষিণ কোরিয়া যাতে ভালোভাবে বিকশিত হতে থাকে তা নিশ্চিত করব।”

প্রসঙ্গত, গত ডিসেম্বরে প্রেসিডেন্ট ইউনের অভিশংসনের পর ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৭৫ বছর বয়সী হান।

ইউন সামরিক আইন জারি করে ব্যাপক রাজনৈতিক সংকট সৃষ্টি করার পর দক্ষিণ কোরিয়ার জাতীয় পরিষদ তাকে অভিশংসিত করে। কিন্তু একই মাসে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে রাজনৈতিক দ্বন্দ্বের জেরে হানকেও অভিশংসিত করে জাতীয় পরিষদ।

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে এই পরপর অভিশংসন ছিল নজিরবিহীন। যা দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক কর্মকাণ্ড নিয়ে অভ্যন্তরীণ বিভাজন এবং উদ্বেগকে আরও তীব্র করে তুলে।

দেশটির সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সর্বশেষ মোড় হিসেবে দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালতের আটজন বিচারকের মধ্যে সাতজন হানের অভিশংসন বাতিল বা খারিজ করে দেন। যার ফলে তাকে আবারও ভারপ্রাপ্ত রাষ্ট্রপ্রধান হিসেবে পুনর্বহাল করা হয়।

হানের অভিশংসনের পর থেকে উপ-প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী চোই সাং-মোক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ