Views Bangladesh Logo

সাউথইস্ট ব্যাংকের ‘বিজনেস পলিসি অ্যান্ড প্ল্যানিং কনফারেন্স’ সম্পন্ন

Press Release

প্রেস রিলিজ

ব্যবসায়িক অবস্থান মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নে ‘ব্যবসায়িক নীতি ও পরিকল্পনা সম্মেলন ২০২৫’ করেছে সাউথইস্ট ব্যাংক পিএলসি।

ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. সাদেক হোসেনের সভাপতিত্বে সম্মেলনে অংশ নেন ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপক, উপ-শাখা প্রধান এবং অফশোর ব্যাংকিং ইউনিটের প্রধানরা।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। অতিথি ছিলেন ভাইস চেয়ারপারসন রেহানা রহমান এবং পরিচালক আজিম উদ্দিন আহমেদ, জুসনা আরা কাশেম, দুলুমা আহমেদ ও মো. আকিকুর রহমান, স্বাধীন পরিচালক মো. রফিকুল ইসলাম ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক ব্যারিস্টার এম মঈন আলম ফিরোজী এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ এবং সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধিত্বকারী পরিচালক মো. নুরুল ইসলাম।

সম্মেলনে ২০২৪ সালে সুসংগঠিত কৌশলগত ব্যবসায়িক নীতিতে ব্যাংকের সামগ্রিক কর্মক্ষমতা ও অগ্রগতি পর্যালোচনায় সন্তুষ্টি প্রকাশ এবং ২০২৫ সালের পরিকল্পনা নেয়া হয়। সম্ভাব্য প্রবৃদ্ধির ক্ষেত্রগুলো অন্বেষণ এবং ব্যাংকে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় নির্দেশনা দেন শীর্ষ কর্মকর্তারা।

চেয়ারম্যান এম এ কাশেম বলেন, সব কর্মকর্তা-কর্মচারীর অটুট নিষ্ঠা, আন্তরিকতা এবং ভালবাসা ব্যাংকটিকে অসংখ্য চ্যালেঞ্জ সত্ত্বেও টেকসই উন্নয়ন অর্জনে সক্ষম করেছে। কর্মীদের অবদানের প্রশংসা করে ব্যাংকের জন্য ভালোবাসা ও নিষ্ঠার সাথে কাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

সর্বদা ব্যাংক এবং কর্মকর্তা-কর্মচারীদের পাশে দাঁড়ানোর অঙ্গীকারও করেন তিনি। আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মিলিত প্রচেষ্টা, ঐক্য এবং কঠোর পরিশ্রমে সাউথইস্ট ব্যাংক একদিন সব চ্যালেঞ্জ অতিক্রম করে দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে।

২০২৫ সালে ৩০তম বার্ষিকীতে সাউথইস্ট ব্যাংক আস্থা, উদ্ভাবন এবং সম্মিলিত প্রচেষ্টায় শ্রেষ্ঠত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যৎ এই লক্ষ্য অর্জনে আশাবাদ ও দৃঢ় সংকল্প ব্যক্ত করা হয় সম্মেলনে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ