Views Bangladesh Logo

কৃষকদের আর্থিক সহায়তা দিল সাউথইস্ট ব্যাংক

Press Release

প্রেস রিলিজ

সাউথইস্ট ব্যাংক পিএলসি, বিশেষ কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে তিনটি গুরত্বপূর্ণ ক্ষেত্র "কৃষি খাতের উৎপাদন বৃদ্ধি" "কৃষি যন্ত্রপাতি এব" এবং "কৃষিজাত পণ্য প্রক্রিয়াজাতকরণ" এর জন্য কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করেছে।

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন ব্যাংকের প্রধান কার্যালয়ে, "আশ্রয়" এনজিওর মাধ্যমে প্রান্তিক কৃষকদের হাতে এই আর্থিক সহায়তা তুলে দেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি., "আশ্রয়" এনজিওর সাথে সমন্বয় করে এই সহায়তা প্রেরণ করেছে। সহায়তা প্রাপ্ত কৃষকদের পাশাপাশি "আশ্রয়" এনজিওর প্রতিষ্ঠাতা এবং নির্বাহী পরিচালক জনাব ত. মোঃ আহসান আলী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সাউথইস্ট ব্যাংক পিএলসি, এর উপ-ব্যবস্থাপনা পরিচালকদ্বয় অনাব মাহুম উদ্দিন খান ও জনাব আবিদুর রহমান চৌধুরী। ইভিপি ও কোম্পানি নেক্রেটারি জনাব মামুনুর রশীদ, এফ সি এস, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও কর্পোরেট অ্যাফেয়ার্স এন্ড সি এস আর বিভাগের প্রধান জনাব মোঃ মুশফিকুর রহমান এবং উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ সিএসআর তহবিলের মাধ্যমে প্রদত্ত এই সহায়তা প্রান্তিক কৃষকদের উন্নয়নে ব্যাংকের প্রতিশ্রুতির প্রতিফলন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ