Views Bangladesh

Views Bangladesh Logo

টিম সাউদির গৌরবময় বিদায়

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪

দীর্ঘ ১৭ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ডের কিংবদন্তি পেসার টিম সাউদি। হ্যামিলটনে ইংল্যান্ডের বিপক্ষে নিজের শেষ টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন তিনি। সাউদির নেতৃত্বে নিউজিল্যান্ড ৪২৩ রানের বিশাল জয় পায়, আর বিদায়ী ম্যাচে তিনি দুটি উইকেট নেন।

৩৬ বছর বয়সী এই সুইং বোলার ১০৭টি টেস্ট খেলে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। টেস্টে তার ঝুলিতে রয়েছে ৩৯১টি উইকেট, যা নিউজিল্যান্ডের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি রিচার্ড হ্যাডলির পর দ্বিতীয় সর্বোচ্চ। আন্তর্জাতিক ক্রিকেটের সব ফরম্যাট মিলিয়ে সাউদির মোট উইকেট সংখ্যা ৭৭৬। এটি নিউজিল্যান্ডের ইতিহাসে সর্বোচ্চ।

সাউদি একমাত্র ক্রিকেটার হিসেবে অনন্য এক উচ্চতায় পৌঁছেছেন— টেস্টে ৩০০-এর বেশি (৩৯১), ওয়ানডেতে ২০০ (২২১) এবং টি-টোয়েন্টিতে ১০০-এর বেশি উইকেট (১৬৪) নেয়ার অনন্য রেকর্ড তার। টি-টোয়েন্টিতে তার উইকেটসংখ্যা বিশ্বে সর্বোচ্চ।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেও সাউদি টি-টোয়েন্টি লিগগুলোতে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। ঘরের মাঠ সেডন পার্কে তার শেষ টেস্ট ম্যাচটি গৌরবময় ক্যারিয়ারের এক আবেগঘন সমাপ্তি এনে দিয়েছে। নিউজিল্যান্ড ক্রিকেটে সাউদির অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ