Views Bangladesh Logo

সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা বাড়ল

 VB  Desk

ভিবি ডেস্ক

বারও সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ১০ টাকা বৃদ্ধি পেল। ফলে এখন থেকে প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হবে ১৭৩ টাকায়। পূর্বে এর দাম ছিল ১৬৩ টাকা।

মঙ্গলবার (১৬ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। সেইসঙ্গে জানানো হয়, নতুন এই দাম আজ থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভোজ্যতেলের কাঁচামাল আমদানি, উৎপাদন পর্যায়ে গত ৭ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তির মেয়াদ গত ১৫ এপ্রিল শেষ হয়েছে। এ কারণে ১৬ এপ্রিল থেকে বাজারে ভোজ্যতেল (পরিশোধিত পাম তেল এবং পরিশোধিত সয়াবিন তেল) ভ্যাট অব্যাহতি ছাড়াই আগের দামে সরবরাহ করা হবে।

এতে আরও বলা হয়, উল্লিখিত বিষয়ের আলোকে আগামী ১৬ এপ্রিল, ২০২৪ তারিখ থেকে ভোজ্যতেলের মূল্য নিম্নলিখিতভাবে কার্যকর হবে। সেই হিসেবে আজ থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৭৩ টাকায় বিক্রি হবে। এ ছাড়া বোতলজাত পাঁচ লিটার সয়াবিন তেল ৮৪৫ টাকা ও খোলা ১ লিটার পাম তেল ১৩২ টাকায় বিক্রি করা হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ