Views Bangladesh

Views Bangladesh Logo

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন-নরওয়ে-আয়ারল্যান্ড

 VB  Desk

ভিবি ডেস্ক

মঙ্গলবার, ২৮ মে ২০২৪

বশেষে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিল স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ বাড়াতে মঙ্গলবার (২৭ মে) পশ্চিম ইউরোপের এই তিন দেশ এ পদক্ষেপ নেয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়।

সম্প্রচারমাধ্যমকে দেয়া এক ভাষণে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, ‘এটি একটি ঐতিহাসিক সিদ্ধান্ত, যার একটি একক লক্ষ্য রয়েছে এবং তা হলো ইসরায়েলি ও ফিলিস্তিনিদের শান্তি অর্জনে সহায়তা করা।’

এর আগে গত সপ্তাহে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেয়ার বিষয়ে নেয়া একটি সিদ্ধান্ত যৌথভাবে ঘোষণা করে আয়ারল্যান্ড এবং নরওয়ে। এরই পরিপ্রেক্ষিতে ডাবলিনে আইরিশ পার্লামেন্টের আসন লেইনস্টার হাউসের বাইরে ডাবলিনে ফিলিস্তিনি পতাকা উত্তোলন করা হয়।

এই সিদ্ধান্তে আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর দেয়ার আগে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছিলেন, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এবং আমি মনে করি এটি বিশ্বের কাছে একটি সংকেত পাঠায় যে দ্বি-রাষ্ট্র সমাধানের আশা এবং উদ্দেশ্যেকে বাঁচিয়ে রাখতে একটি দেশ হিসেবে আপনি কূটনৈতিক পদক্ষেপ নিতে পারেন যখন অন্যরা সেখানে বোমা ফেলার চেষ্টা করছে।‘

তবে এই কূটনৈতিক পদক্ষেপের নিন্দা জানিয়েছে তেল আবিব। তেল আবিব বলেছে, গাজা যুদ্ধে তাত্ক্ষণিকভাবে এর কোনো প্রভাব ফেলবে না।

এমন উদ্যোগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ স্পেনের সমালোচনা করেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী কার্টজ। তিনি বলেছেন, সানচেজের সরকার ‘ইহুদিদের বিরুদ্ধে গণহত্যা এবং যুদ্ধাপরাধকে উস্কে দেওয়ার সাথে জড়িত ছিল।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ