Views Bangladesh

Views Bangladesh Logo

নারীদের সুরক্ষার জন্য নারী সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান স্পিকারের

 VB  Desk

ভিবি ডেস্ক

রবিবার, ২ জুন ২০২৪

নারীর বিরুদ্ধে সকল প্রকার বৈষম্য দূর করতে নারী সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেছেন, নির্যাতন, বৈষম্য, সংকট বা দূর্যোগকালীন পরিস্থিতি হলে প্রথম শিকার হয় নারী। এক্ষেত্রে নারীদের সুরক্ষার জন্য নারী সাংবাদিকদেরই ভূমিকা রাখতে হবে।

রবিবার (জুন ২) বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র এর ৪র্থ জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সংবাদপত্র জনমত গঠনে ভূমিকা পালন করে। তাই নারী সাংবাদিক কেন্দ্রের সদস্যরা নারী নির্যাতন বিষয়ে সংবাদ পরিবেশন করে সমাজে নারী সংকটের বিরুদ্ধে জোরালো মতামত গঠন করতে অগ্রণী ভূমিকা রাখবে।’

তিনি বলেন, গণমাধ্যম জনগণের কথা বলে। জনসচেতনতা ও জনমত গঠনে সংবাদপত্র কাজ করে থাকে।

স্পিকার শিরীন শারমিন বলেন, নারী সাংবাদিকতার বিকাশে প্রশিক্ষণ নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণমাধ্যমের প্রসারে এবং নারী সাংবাদিকতার বিকাশে বিভিন্ন নীতিমালা গ্রহণ করেছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের সময়ে সংবাদপত্রের পথচলা সহজ হয়েছে। এই সরকার প্রচুর সংখ্যক অনলাইন নিউজ পোর্টাল ও বেসরকারি টিভি চ্যানেলকে অনুমোদন দিয়েছে। সরকার সাংবাদিক কল্যাণ ট্রাস্ট আইনের মাধ্যমে সাংবাদিকদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ