Views Bangladesh

Views Bangladesh Logo

মিরপুরে টিকিট নিয়ে অগ্নি-কান্ড

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

বৃহস্পতিবার, ২ জানুয়ারি ২০২৫

বিপিএল শুরুর আগের দিন থেকেই টিকিট নিয়ে উত্তাপ-উত্তেজনা ছড়িয়ে পড়ে মিরপুরে। শের-ই-বাংলা স্টেডিয়ামের গেট পর্যন্ত ভেঙে দেন টিকিট না পাওয়া বিক্ষুদ্ধ দর্শকরা।

একদিন বিরতির পর যখন আজ আবার শুরু হয়েছে বিপিএল, এবারও টিকিট নিয়ে হইচই ছাপিয়ে অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে। আজ দুপুরে টিকিট না পেয়ে দর্শকেরা আগুন দিয়েছেন শেরেবাংলা স্টেডিয়াম সংলগ্ন মিরপুর সুইমিং কমপ্লেক্সের টিকিট কাউন্টারে। ভাঙচুর হয়েছে সুইমিং কমপ্লেক্সেও। ফায়ার সার্ভিস লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে নেয়।

আজ টিকিটের জন্য সুইমিং কমপ্লেক্সের সামনের বুথের সামনে জড়ো হতে থাকেন দর্শকেরা। না পেয়ে এক পর্যায়ে বিক্ষুদ্ধ হয়ে বুথে আগুন ধরিয়ে দেওয়া হয়। লাঠিচার্জ করে পুলিশ পরিস্থিতি শান্ত করেছে।

বিপিএলে এবার বেশির ভাগ টিকিটই অনলাইনে বিক্রি করছে বিসিবি। মধুমতি ব্যাংকের সাতটি শাখায়ও টিকিট পাওয়া যাচ্ছে। পরে সিদ্ধান্ত নেওয়া হয় কাউন্টার থেকে টিকিট বিক্রির। তবে শুরু থেকেই টিকিট বিক্রির প্রচারণা সেভাবে ছিল না। তাই টিকিট নিয়ে বিশৃঙ্খলার তৈরি হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ