Views Bangladesh

Views Bangladesh Logo

জাকারিয়া পিন্টুকে শেষ শ্রদ্ধা জানালো ক্রীড়াঙ্গন

Sports Reporter

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

স্বাধীন বাংলা ফুটবল দলের কিংবদন্তি অধিনায়ক জাকারিয়া পিন্টুকে ভালোবাসা ও শ্রদ্ধায় শেষ বিদায় জানিয়েছে ক্রীড়াঙ্গন। গতকাল সোমবার দুপুরে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেছেন তিনি।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) কিংবদন্তি এই ফুটবলারকে শ্রদ্ধা ও ভালোবাসায় শেষ বিদায় জানিয়েছেন ক্রীড়া জগতের মানুষরা।

ক্রীড়াঙ্গনে এদিন জাকারিয়া পিন্টুর দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। প্রথমটি তারই প্রিয় ক্লাব মোহামেডানে। জাকারিয়া পিন্টুকে মোহামেডান ক্লাবে শেষ নজর দেখতে এসেছিলেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের ব্যক্তিবর্গ। ঢাকা জেলা প্রশাসন বীর মুক্তিযোদ্ধাকে দিয়েছে রাষ্ট্রীয় গার্ড অফ অনার।

পিন্টুর মরদেহ রাখা হয় ক্লাব প্রাঙ্গণের একটি মঞ্চে। সেখানে বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে তার কফিনে পুষ্পস্তবক অর্পণ করা হয়। ফেডারেশন, অলিম্পিক অ্যাসোসিয়েশন এবং প্রাক্তন খেলোয়াড়রা শ্রদ্ধা জানান।

এরপর দ্বিতীয়টি জানাজাটি হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের মাঠে।

সেখানে বাফুফের কার্যনির্বাহী কমিটি স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ককে গভীর শ্রদ্ধা নিবেদন করে।

১৯৪৩ সালের ১ জানুয়ারি নওগাঁয় জন্ম নেওয়া এই কিংবদন্তি ফুটবল শুরু করেছিলেন পঞ্চাশের দশকের শেষ দিকে। ১৯৬১ সাল থেকে ১৯৭৫ সাল পর্যন্ত টানা খেলেছেন মোহামেডানে। সেই ক্লাবের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এই ক্লাবে খেলেছেন টানা ১৪ বছর।

দেশের ফুটবলে বিশেষ অবদান রাখায় ১৯৯৫ সালে জাকারিয়া পিন্টুকে স্বাধীনতা পুরস্কার এবং ১৯৭৮ সালে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ