ক্রীড়াঙ্গনে যা ছিল আলোচিত
বিদায়ের প্রহর গুনছে ২০২৪ সাল। নতুন বছরকে বরণে চলছে প্রস্তুতি। ২০২৪ সালে ক্রীড়াঙ্গনে যেমন প্রাপ্তির আনন্দ ছিল, ছিল ব্যর্থতার গ্লানিও। ফুটবল, ক্রিকেট এবং অন্যান্য ক্রীড়া ডিসিপ্লিনের আলোচিত ঘটনা নিয়ে সাজানো হয়েছে এ প্রতিবেদন।
রাজনীতির মাঠে সাকিব
২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে মাগুরা-১ সংসদীয় আসন থেকে নির্বাচিত হন একসময়কার বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ১ লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়ে নির্বাচিত হন আলোচিত এ ক্রিকেটার। ১০ জানুয়ারি সংসদ সদস্য হিসেবে শপথ নেন সাকিব।
ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান
বছরের গোড়ার দিকে নির্বাচনের মাধ্যমে নতুন সরকার পেয়েছিল বাংলাদেশ। ওই সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্ব পালন করেন নাজমুল হাসান; যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সাকিবের চোখের সমস্যা
২০২৪ সালের ১৯ জানুয়ারি মাঠে গড়ায় বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। রংপুর রাইডার্সের হয়ে খেলা সাকিব আল হাসান শিরোনামে আসেন চোখের সমস্যার কারণে। যে কারণে চশমা চোখে তাকে অনুশীলনে দেখা গেছে। প্রিমিয়ার লিগের বিভিন্ন ম্যাচে সাকিবের ভূমিকা ছিল কেবলই বোলার। ব্যাট হাতে ১০ নম্বরেও নামতে দেখা গেছে তাকে। আসরে ১৩ ম্যাচে ২৫৫ রান করা সাকিব ১৭ উইকেট নিয়েছেন।
বরিশালের প্রথম শিরোপা
বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফরচুন বরিশালকে নেতৃত্ব দিয়েছিলেন তামিম ইকবাল। শুরুটা হয়েছিল দারুণ, মাঝে কিছুটা শঙ্কা জেগেছিল। কিন্তু দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ফাইনালের মঞ্চে পা রাখে ফরচুন বরিশাল। শেষপর্যন্ত তামিম ইকবালের নেতৃত্বে শিরোপা জিতেছে দলটি। ব্যাট হাতে ১৫ ম্যাচে ৪৯২ রান করেন তামিম ইকবাল।
নারী সাফ অনূর্ধ্ব-২০ শিরোপা
ফেব্রুয়ারিতে ঢাকায় বসেছিল সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। গ্রুপ পর্বে নেপাল ও ভারতকে হারিয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে গেছে বাংলাদেশ। সেমিফাইনালে ভুটানকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালের মঞ্চে পা রাখা। শিরোপা নির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতার পর টাইব্রেকারে গড়ায়। সাডেন-ডেথেও ম্যাচের ভাগ্য নির্ধারিত না হওয়ায় ম্যাচ কমিশনার টস করেন, তাতে ভারত চ্যাম্পিয়ন হয়। ওটা ছিল বাইলজ বহির্ভূত সিদ্ধান্ত। পরে দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।
এশিয়ান অ্যাথলেটিকস সাফল্য
এশিয়ান ইনডোর অ্যাথলেটিকস স্বর্ণ জিতে আগেই পথটা দেখিয়ে রেখেছিলেন ইমরানুর রহমান। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পরের আসরেও ফেভারিট ছিলেন ইমরানুর রহমান, কিন্তু পারেননি এ স্প্রিন্টার। সে আসরের ৪০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছেন জহির রায়হান। নৌবাহিনীর এ স্প্রিন্টারের সাফল্যের আসরে ব্রোঞ্জ জিতেছেন একই সংস্থার মাহফুজুর রহমান। হাইজাম্পে এ পদক জিতেছেন তিনি।
সাফ নারী অনূর্ধ্ব-১৬ সাফল্য
নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে মার্চে অনুষ্ঠিত হয় সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ। আসরের প্রাথমিক পর্বে নেপালকে ২-০, ভারতকে ৩-১ এবং ভুটানকে ৬-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে আসে বাংলাদেশ। শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতের সঙ্গে নির্ধারিত সময়ের খেলায় ১-১ সমতা ছিল। টাইব্রেকারে ৩-২ গোলের জয়ে শিরোপা উল্লাস করে বাংলাদেশ।
বিশ্বকাপ ব্যর্থতার তদন্ত
ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বিসিবি। তিন সদস্যের কমিটি কারণ অনুসন্ধানে কাজ করেছে। কিন্তু তদন্ত প্রতিবেদন নিয়ে ছিল লুকোচুরি। এক বোর্ড পরিচালক দাবি করেন, তদন্ত প্রতিবেদন প্রকাশিত হলে ফেঁসে যেতে পারেন একাধিক বোর্ড পরিচালক। এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও দেখান বোর্ড পরিচালকরা। শেষপর্যন্ত তদন্ত প্রতিবেদন নিয়ে চলেছে লুকোচুরি।
যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হার
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ ছিল গা গরমের মিশন। প্রথম দুই ম্যাচেই তিন ম্যাচ সিরিজ হেরে বসে বাংলাদেশ। প্রথম ম্যাচে ৫ উইকেটে এবং দ্বিতীয় ম্যাচে ৬ রানে হেরেছে বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ১০ উইকেটের জয় ছিল সান্ত্বনার উপলক্ষ।
আন্দোলনে খেলোয়াড়দের ভূমিকা
জুলাই-আগস্টের ছাত্র আন্দোলনে প্রকাশ্যে অংশগ্রহণ না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় ছিলেন বিভিন্ন সেক্টরের তারকারা। বাদ যাননি ক্রীড়াঙ্গনের তারকারা। রাজনৈতিক কারণে সাকিব আল হাসান এবং মাশরাফী বিন মর্তুজা অবশ্য নীরব ছিলেন। আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া দুই তারকাকে ঘিরে সমালোচনাও হয়েছে।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সে আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পান আসিফ মাহমুদ। ক্রীড়াঙ্গনের বিভিন্ন সেক্টরে সংস্কারের ঘোষণা দিয়েছিল আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার মন্ত্রণালয়। কিন্তু তার বাস্তবায়নের খুব বেশি উদাহরণ এখনো সেভাবে দেখা যায়নি।
বিসিবিতে রদবদল
নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই অস্বস্তিতে পড়েন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান। ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে চলে যান তিনি। ২১ আগস্ট বিসিবির বোর্ড মিটিংয়ে প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ান নাজমুল হাসান। ওই সভায় ফারুক আহমেদকে নতুন প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করা হয়। জালাল ইউনুসের পরিবর্তে পরিচালক করা হয় নাজমুল আবেদীন ফাহিমকে।
বাফুফে পরিবর্তন
নাজমুল হাসান পাপন বিসিবির শীর্ষপদ ছেড়ে যাওয়ার পর সবার দৃষ্টি ছিল বাফুফের দিকে। কাজী মোহাম্মদ সালাউদ্দিন অবশ্য পদত্যাগ করেননি। সাবেক এ তারকা ফুটবলার ঘোষণা দেন, ‘পরবর্তী বাফুফে নির্বাচনে আমি প্রার্থী হচ্ছি না।’ তারপর থেকেই শুরু হয় বাফুফে নির্বাচনকে ঘিরে নতুন মেরুকরণ।
প্রিমিয়ারে নেই শেখ জামাল ও শেখ রাসেল
রাষ্ট্রক্ষমতায় পটপরিবর্তনের পর পৃষ্ঠপোষকতা হারায় শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও শেখ রাসেল ক্রীড়াচক্র। দুটি ক্লাবের পৃষ্ঠপোষক ছিল বসুন্ধরা গ্রুপ। বিকল্প পৃষ্ঠপোষক খুঁজে না পাওয়ায় প্রিমিয়ার লিগে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে শেখ জামাল ও শেখ রাসেল। দুই প্রতিষ্ঠিত ক্লাব অংশগ্রহণ না করায় জৌলুস কমেছে প্রিমিয়ার লিগের।
ফুটবলে তাবিথ যুগ শুরু
কাজী মোহাম্মদ সালাউদ্দিন প্রার্থী না হওয়ার ঘোষণা দেয়ার পরই নির্বাচনের মাঠে সরব হয়ে ওঠেন তরফদার রুহুল আমীন। ঘোষণা দিয়েও অবশ্য চুপসে যান এ সংগঠক। একপর্যায়ে সভাপতি পদ বাদ দিয়ে সিনিয়র সহ-সভাপতি পদে মনোনয়নপত্র জমা দেন। কিন্তু শেষপর্যন্ত ভোটের মাঠ থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তরফদার রুহুল আমীন। অপরদিকে প্রার্থিতা ঘোষণা দেওয়ার পর তাবিথ এম আউয়ালের বাফুফে সভাপতি হওয়াটা ছিল সময়ের ব্যাপার মাত্র। শেষপর্যন্ত নির্বাচনে নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে ১২৩-৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মসনদে বসেন সাবেক ফুটবলার তাবিথ এম আউয়াল।
পাকিস্তানে টেস্ট সিরিজ জয়
পাকিস্তানের মাটিতে দেশটিকে হোয়াইটওয়াশ করে টেস্ট সিরিজ জয়ের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশ। এ সিরিজের আগে পাকিস্তানের বিপক্ষে ১৩ ম্যাচে প্রাপ্তি ছিল একটি মাত্র ড্র! পরিসংখ্যানের কারণে বাংলাদেশকে নিয়ে খুব বেশি প্রত্যাশা ছিল না। প্রথম টেস্ট ১০ উইকেটে এবং দ্বিতীয় টেস্টে ৬ উইকেট জয় আসে। রাওয়ালপিন্ডিতে ২-০ ব্যবধান সিরিজ জয়ের উল্লাসে মাতে লাল-সবুজরা।
সাকিবের বিদায় টেস্ট সংক্রান্ত নাটক
পাকিস্তান সফরের মধুর অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশ দল ভারতে গিয়েছিল। সে সফরের মাঝে সাকিব আল হাসান জানান, ঢাকায় টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে চাই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে মিরপুরে অনুষ্ঠিত ম্যাচ দিয়ে সাদা পোশাকে ক্রিকেটকে বিদায় বলতে চেয়েছিলেন। নিরাপত্তা ইস্যুতে বিসিবি সাকিবের দায়িত্ব নিতে না পারায় ঢাকায় শেষ টেস্ট খেলার সম্ভাবনা কমে আসে। পরবর্তীতে ক্রীড়া প্রশাসন থেকে সবুজ সঙ্কেত পাওয়ায় ২১ অক্টোবর শুরু হওয়া মিরপুর টেস্টে খেলার সম্ভাবনা উজ্জ্বল হয় সাকিবের। কিন্তু তাতে বাগড়া দিয়ে মিরপুর স্টেডিয়ামে আন্দোলন করে একটা জোট। যুক্তরাষ্ট্র থেকে দুবাই হয়ে ঢাকা ফেরার কথা ছিল সাকিবের। পরিবর্তিত পরিস্থিতির কারণে দুবাই থেকে ঢাকার ফ্লাইট ধরার আগ মুহূর্তে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন সাকিব।
নারীদের সাফ জয়
পিটার বাটলারের সঙ্গে দলের সিনিয়র সদস্যদের টানাপড়েন এবং অন্য দলগুলোর ভালো প্রস্তুতির কারণে নারী সাফ মুকুট ধরে রাখাটা কঠিন বলেই মনে হচ্ছিল। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে হারতে হারতে কোনোক্রমে ড্র করার পর ধারণাটা বাস্তবে রূপ নেয়ার পথে ছিল। কিন্তু পরের ম্যাচে ভারতকে উড়িয়ে সব জটিলতা ঝেরে ফেলে বাংলাদেশ। লাল-সবুজরা সেমিফাইনালে উড়িয়ে দিয়েছে ভুটানকে। শেষপর্যন্ত স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে মুকুট ধরে রাখে বাংলাদেশ। সেরা খেলোয়াড় হন ঋতুপর্ণা চাকমা, সে গোলরক্ষকের স্বীকৃতি পান রুপনা চাকমা।
যুব সাফ সাফল্য
আগস্টে নেপালের মাটিতে স্বাগতিকদের ৪-১ গোলে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয় করে বাংলাদেশ। আসরের সেমিফাইনাল ম্যাচে ভারতের সঙ্গে ১-১ গোলের সমতায় শেষ করেছিল বাংলাদেশ। টাইব্রেকারে ৪-৩ গোলের জয়ে ফাইনালে নাম লেখায় লাল-সবুজরা।
হকিতে যুব বিশ্বকাপে বাংলাদেশ
অংশগ্রহণকারী দল সংখ্যা বৃদ্ধি পাওয়ায় যুব বিশ্বকাপ হকিতে নাম লেখানোর মিশনটা এবার তুলনামূলক সহজ ছিল। সহজ সমীকরণের মিশনে বাংলাদেশ মাঠের খেলায় দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। ওমানের মাসকাটের আসের শক্তিশালী মালয়েশিয়া ও চীনের সঙ্গে ড্র করে বাংলাদেশ। পরবর্তীতে স্থান নির্ধারণী খেলায় চীনকে হারিয়ে পঞ্চম স্থান পায় বাংলাদেশ দল। ২০২৫ সালের ডিসেম্বরে ভারতে যুব বিশ্বকাপ খেলবে বাংলাদেশ দল। হকির যে কোনো পর্যায়ে এটিই হতে যাচ্ছে প্রথম বিশ্বকাপ।
হামজা চৌধুরী ইস্যু
বছরের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশের জার্সিতে হামজা চৌধুরীর খেলার অনুমোদন পাওয়া। এ নিয়ে দীর্ঘদিন ধরে ফিফার সঙ্গে যোগাযোগ করে আসছিল বাফুফে। ১৯ ডিসেম্বর নিশ্চিত হয়—বাংলাদেশের হয়ে খেলার জন্য ফিফার চূড়ান্ত অনুমোদন পেয়েছেন লেস্টার সিটির ২৭ বছর বয়সি মিডফিল্ডার। বাংলাদেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার ফুটবলে এখন হামজা চৌধুরী সবচেয়ে হাইপ্রোফাইল ফুটবলার। ২০১৫-১৬ মৌসুমে প্রিমিয়ার লিগ শিরোপা জয়ী দলটির এ ডিফেন্সিভ মিডফিল্ডারকে কখনও রক্ষণভাগেও খেলতে দেখা যায়।
মাহবুব সরকার: সাংবাদিক ও ক্রীড়া বিশ্লেষক
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে