শ্রীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ
গাজীপুরের শ্রীপুরে মহুয়া কমিউটার ট্রেনের একটি বগিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) সকাল সোয়া ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের সাতখামাইরে র রেলওয়ে স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করে গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে