শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট জোটের ঐতিহাসিক জয়
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিসানায়েকের বামপন্থী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) শুক্রবারের নির্বাচনে ঐতিহাসিক বিজয় অর্জন করেছে।
এ বিজয়ে প্রেসিডেন্ট দেশটির দারিদ্র্য মোকাবিলায় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষমতা পেয়েছেন। যা আর্থিক সংকট থেকে পুনরুদ্ধার প্রক্রিয়ায় থাকা দ্বীপরাষ্ট্রটির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এনপিপি ১৯৬টি আসনের মধ্যে ১৩৭টি আসন জয় করে। এতে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
স্থানীয় গণমাধ্যমের পূর্বাভাস অনুযায়ী, প্রয়োজনীয় আসন বিতরণের পর জোটের আসন সংখ্যা ২২৫-সদস্যের সংসদে ১৫০ ছাড়িয়ে যেতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, এ স্পষ্ট ম্যান্ডেট দক্ষিণ এশীয় দেশটির রাজনৈতিক স্থিতিশীলতা বাড়াবে। তবে প্রেসিডেন্ট দিসানায়েকের আন্তর্জাতিক মুদ্রা তহবিল এর বেইলআউট পরিকল্পনায় পরিবর্তনের প্রতিশ্রুতির কারণে কিছু নীতিগত অনিশ্চয়তা তৈরি হতে পারে।
সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে স্বচ্ছন্দে জয়লাভের পর দিসানায়েক সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তড়িঘড়ি সাধারণ নির্বাচন আয়োজন করেন। এনপিপি ভোটের ৬২ শতাংশ বা প্রায় ৭ মিলিয়ন ভোট পেয়েছে, যা সেপ্টেম্বরে দিসানায়েকের ৪২ শতাংশ ভোটের তুলনায় অনেক বেশি।
নির্বাচনে সরাসরি ভোটের মাধ্যমে ২২টি আসন থেকে সংসদের ১৯৬ সদস্য নির্বাচিত হন। বাকি ২৯টি আসন দেশব্যাপী আনুপাতিক ভোটের ভিত্তিতে বণ্টন করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে