Views Bangladesh

Views Bangladesh Logo

৫ ঘণ্টা পর কক্সবাজারে সড়ক ছাড়লেন সেন্ট মার্টিনবাসী

District  Correspondent

জেলা প্রতিনিধি

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪

জেলা প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দারা। পর্যটক ভ্রমণে বিধি-নিষেধ প্রত্যাহার ও রাত্রিযাপনে অনুমতির দাবিতে তারা কক্সবাজার শহরের প্রধান সড়কে সকাল ১১টা থেকে ৫ ঘণ্টা অবরোধ করে রেখেছিলেন।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকেল ৪টার দিকে কক্সবাজার শহরের কলাতলী এলাকার ডলফিন মোড় থেকে সরে যান আন্দোলনকারীরা। এতে শহরে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘটনাস্থলে গিয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইয়ামিন হোসেন সেন্ট মার্টিনের বাসিন্দাদের বলেন, আপনাদের যৌক্তিক দাবির সঙ্গে আমরাও একমত। আপনাদের প্রতিনিধি দলের সঙ্গে ডিসি স্যার ও কর্মকর্তাদের কথা হয়েছে। আপনাদের দাবির বিষয়টি সরকারকে জানানো হয়েছে। সব দাবি মেনে নেওয়া হবে। আপনারা আপাতত সড়ক থেকে সরে যান। আশা করি দ্রুত সময়ে সমাধান হয়ে যাবে।

তবে সেন্ট মার্টিনের এক বাসিন্দা জানান, আজকের মতো আন্দোলন স্থগিত হলেও দাবি না মানা পর্যন্ত তারা দ্বীপে ফিরে যাবেন না।

এর আগে বেলা ১১টার দিকে শহরের কলাতলীর ডলফিন মোড়ে এসে অবস্থান নেন এবং বিক্ষোভ শুরু করেন সেন্ট মার্টিন দ্বীপের কয়েক শ বাসিন্দা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন হাজার হাজার পর্যটক।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ