স্ট্যান্ডার্ড ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন
‘সংহতির বছর: একসাথে গড়ি আগামী’ প্রতিপাদ্যে বার্ষিক ব্যবসায়িক সম্মেলন- ২০২৫ করেছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি.।
শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আজিজ।
প্রধান অতিথি বিগত বছরে ব্যাংকের অর্জিত সাফল্যে সন্তোষ প্রকাশ করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক অভিনন্দন জানান।
শরি’আহ্ পরিপালন ও সর্বাধুনিক প্রযুক্তিনির্ভর উত্তম সেবা প্রদানে ব্যাংকের উন্নতির ধারা অব্যাহত রেখে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার লক্ষ্যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান এ কে এম আবদুল আলীম। সম্মানীয় অতিথি ছিলেনপরিচালক কাজী আকরাম উদ্দিন আহমদ, কামাল মোস্তফা চৌধুরী, অশোক কুমার সাহা, ফিরোজুর রহমান, এস এ এম হোসাইন, আলহাজ্ব মোহাম্মদ শামসুল আলম, গুলজার আহমেদ, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান এবং মো. আবুল হোসেন।
সম্মেলনে যোগ দেন ব্যাংকের শরি’আহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ড. মুহাম্মাদ সাইফুল্লাহ্ ও সদস্য সচিব প্রফেসর ড. যুবাইর মোহাম্মদ এহসানুল হক, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. সিদ্দিকুর রহমান, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং সব শাখা প্রধানসহ প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহী ও বিভাগীয় প্রধানরা।
সর্বস্তরের নির্বাহী ও কর্মীদের পেশাগত মান উন্নয়ন এবং ২০২৫ সালের জন্য নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে দলগত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান অতিথিরা।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে