আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার স্টার্ক
আসন্ন আইপিএল আসরের জন্য দুবাইয়ে চলছে নিলাম। অজি অধিনায়ক প্যাট কামিন্সকে সাড়ে ২০ কোটি রুপিতে কেনে আইপিএলের সবচেয়ে দামি খেলোয়াড়ে পরিণত করে সানরাইজার্স হায়দরাবাদ। তবে সেই রেকর্ড টিকল না দু' ঘণ্টাও। এর ভেতরই নতুন দামি খেলোয়াড়কে দেখল আইপিএল।
গুজরাট টাইটান্সের সঙ্গে পাল্লা দিয়ে লড়াই করে রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে মিচেল স্টার্ককে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। স্টার্ক সবশেষ আইপিএল খেলেছিলেন ২০১৫ সালে। এরপর ২০১৮ সালের নিলামে নাম লেখান তিনি। ৯ কোটি ৪০ লাখ রুপিতে সেবারও তাকে কিনেছিল কলকাতা। কিন্তু ইনজুরির কারণে টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন বাঁহাতি এই পেসার। গত মৌসুমে নাম না দিলেও এবার ঠিকই নিলামে নাম দেন তিনি। তখন থেকেই তাকে নিয়ে আগ্রহ বাড়তে থাকে।
কামিন্সের নেতৃত্বে ভারতের মাটিতে সদ্যসমাপ্ত ওয়ানডে বিশ্বকাপের শিরোপা জেতে অস্ট্রেলিয়া। সেই বিশ্বকাপে অস্ট্রেলিয়ার পক্ষে বল হাতে বড় অবদান রেখেছেন স্টার্ক।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে