মেট গালা
তারকাদের ঝলকে রঙিন হলো নিউইয়র্কের রাত
প্রতিবারের মতো এবারও যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছে ‘মেট গালা’র জমকালো আসর। বরাবরের মতো এবারও ছিল চমকপ্রদ ও ব্যতিক্রমী ফ্যাশনের ঝলক।
২০২৫ সালের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’, যা কৃষ্ণাঙ্গদের ফ্যাশন বিপ্লব ও দর্জি শিল্পের বিবর্তনকে কেন্দ্র করে নির্মিত। এই থিমকে ধারণ করেই লাল–নীল কার্পেটে হাজির হয়েছিলেন বিভিন্ন দেশের তারকারা।
এবারের মেট গালায় প্রথমবারের মতো অংশ নিয়েছেন বলিউডের বাদশাহ শাহরুখ খান। সব্যসাচী মুখার্জির নকশায় তিনি লাল–নীল কার্পেটের অন্যতম আকর্ষণ হয়ে ওঠেন। আলোচনায় ছিলেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানিও। প্রথমবারের মতো অংশ নিলেন মেট গালায়—আর তাও অন্তঃসত্ত্বা অবস্থায়। কার্পেটে হেঁটে নিজের অনাগত সন্তানের খবর যেন অনন্য সৌন্দর্যে প্রকাশ করলেন কিয়ারা। তার উপস্থিতি নেটিজেনদের মন কেড়েছে।
প্রথমবার মেট গালার কার্পেটে পা রাখেন দিলজিত দোসাঞ্জও। তিনি রাজকীয় পোশাকে হাজির হয়ে শ্রদ্ধা জানিয়েছেন পাতিয়ালার মহারাজা ভূপিন্দর সিংকে। আরও উপস্থিত ছিলেন বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া। স্বামী নিক জোনাসের হাত ধরে নজর কাড়েন এই বলিউড-হলিউড তারকা দম্পতি।
হলিউড গায়িকা রিহানা কালো পোশাকে হাজির হয়ে দেন এক বিশেষ চমক—মেট গালার মঞ্চেই জানান দেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ডেমি মুর, জেন্ডায়া, কাইলি জেনার, সাবরিনা কারপেন্টার, দক্ষিণ কোরিয়ার কে-পপ তারকা ও ব্ল্যাকপিংকের সদস্য লিসা, চ্যাপেল রোয়ান, জেনেল মোনা, লরিন হিল, হ্যালি বেরি, কার্ডি বি, কিম কার্দাশিয়ান, টেসা থম্পসন, সিনথিয়া এরিভো, হান্টার শেফার, স্যাডি সিংক, জোয়ি সালডানা, স্যারা স্নুক, জিজি হাদিদ, এনা হ্যাথওয়ে, টাইলার প্যারি, নিকোল কিডম্যান ও এসাপ রকি।
এদিকে সিএনএন ও দ্য হলিউড রিপোর্টার এবারের মেট গালার ‘সেরা লুক’-এর তালিকায় স্থান পেয়েছেন রিহানা, জেনেল মোনা, লরিন হিল, হ্যালি বেরি, কার্ডি বি, কিম কার্দাশিয়ান, টেসা থম্পসন, চ্যাপেল রোয়ান, সিনথিয়া এরিভো, হান্টার শেফার, স্যাডি সিংক, জোয়ি সালডানা, স্যারা স্নুক, জিজি হাদিদ, এনা হ্যাথওয়ে, টাইলার প্যারি, ডেমি মুর, নিকোল কিডম্যান ও এসাপ রকি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে