Views Bangladesh

Views Bangladesh Logo

জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার পাচ্ছেন প্রতিমন্ত্রী পলক

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৭ মে ২০২৪

ন্তর্জাতিক অঙ্গনে তথ্য ও প্রযুক্তি খাতে অবদান রাখার জন্য জাতিসংঘের ডব্লিউএসআইএস পুরস্কার-২০২৪ পাচ্ছেন বাংলাদেশের  ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

মঙ্গলবার (২৭ মে) সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিতব্য ফোরামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে এ পুরস্কারটি গ্রহণ করবেন তিনি।

প্রেস রিলিজে বলা হয়েছে, সিকিউর ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম তৈরির জন্য এই বছর বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন আইসিটি ক্যাটাগরিতে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) কে বিজয়ী ঘোষণা করা হয়েছে। এ জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে অভিনন্দন জানিয়েছেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে আরও বলা হয়, এখন পর্যন্ত এই প্ল্যাটফর্ম ব্যবহার করে ২ হাজার ৫০০+ মিটিং, সভা, সেমিনার, কর্মশালা, অনলাইন ক্লাস, ওয়েবইনার, নীতি নির্ধারণী আলোচনা সভা, প্রশিক্ষণ, চাকরির ইন্টারভিউ প্রভৃতি সফলভাবে সম্পন্ন হয়েছে।

এই অর্জনে প্রতিমন্ত্রী পলক আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে এবং প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদের সার্বিক তত্ত্বাবধানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘স্মার্ট বাংলাদেশ’ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪’-এর এই অ্যাওয়ার্ড ভবিষ্যতে বিভিন্ন সফল উদ্যোগ নিতে সবাইকে অনুপ্রাণিত করবে।

সাধারণত বিশ্বের বিভিন্ন দেশ থেকে জমা দেয়া ১,০৪৯টি প্রকল্প/ উদ্যোগ থেকে বাছাই করা ৩৬০টি প্রকল্পকে ভোটাভুটির জন্য উন্মুক্ত করে দেয়া হয়। এরই পরিপ্রেক্ষিতে এ বছর বাংলাদেশ থেকে পাঠানো তিনটি প্রকল্প/উদ্যোগ জাতিসংঘের ‘ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি অ্যাওয়ার্ড-২০২৪’ পুরস্কারের জন্য নির্বাচিত হয়। এর মধ্যে বিসিসি টিম কর্তৃক প্রস্তুত করা ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মটি ‘উইনার’ হিসেবে নির্বাচিত হয়।

এ ছাড়াও ক্যাপাসিটি বিল্ডিং ক্যাটাগরিতে ডব্লিউএসআইএস অ্যাওয়ার্ড-২০২৪ এবং ই-হেলথ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে ইউনিসেফ বাংলাদেশের 'ওকি'স ওকি'স পিরিয়ড ট্র্যাকার অ্যাপ ফর গার্লস বাই গার্লস' পুরস্কার।

উল্লেখ্য, ডব্লিউএসআইএস পুরস্কার নির্ধারণে প্রত্যেক ক্যাটাগরিতে একাধিক উদ্যোগ বা প্রজেক্টকে ভোটের মাধ্যমে চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচন করা হয়। তার মধ্যে থেকে একটিকে উইনার হিসেবে ঘোষণা করা হয়। এ বছর ১৮টি প্রজেক্টকে উইনার ও ৭২টি প্রজেক্টকে চ্যাম্পিয়ন হিসেবে পুরস্কৃত করা হবে।

ডব্লিউএসআইএস পুরস্কার একটি আন্তর্জাতিক সম্মাননা পুরস্কার। আইসিটি সেক্টরে দেয়া পুরস্কারগুলোর মধ্যে এটি অন্যতম।

টেকসই উন্নয়নকে সামনে রেখে আইসিটি ব্যবহার করে যে সকল ব্যক্তি, সরকার, সুশীল সমাজ, স্থানীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক সংস্থা, গবেষণা প্রতিষ্ঠান, এবং বেসরকারী খাতের সংস্থাগুলি সাফল্য রেখে চলেছে, তাঁদের ভূমিকাকে মূল্যায়ন ও স্বীকৃতি দেয়ার জন্য একটি কার্যকর পদ্ধতি তৈরি করাই এই পুরষ্কারের লক্ষ্য।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ