Views Bangladesh

Views Bangladesh Logo

চরাঞ্চলের টেকসই অবকাঠামো

প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 VB  Desk

ভিবি ডেস্ক

বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪

দেশের দুর্গম চরাঞ্চলে পর্যাপ্ত রাস্তাসহ প্রয়োজনীয় টেকসই অবকাঠামো বাড়ানো হলে চরের মানুষের উন্নয়ন বঞ্চনা কমিয়ে আনা সম্ভব। চরে প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা হলে চরে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পণ্য বিপণনসহ সব ধরনের সুবিধাদি বাড়ানো সম্ভব, যা চরাঞ্চলের সার্বিক দারিদ্র্য বিমোচনে বড় ধরনের প্রভাব রাখবে।

১৩ মার্চ ২০২৪, বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে ‘চরাঞ্চলের টেকসই অবকাঠামো: বর্তমান প্রেক্ষিত, প্রতিবন্ধকতা ও উত্তরণের পথ’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এ কথা বলেন।

বাংলাদেশ ও সুইজারল্যান্ড সরকারের যৌথ অর্থায়নে পল্লী উন্নয়ন একাডেমি (বগুড়া), সুইস কন্ট্যাক্ট এবং উন্নয়ন সমন্বয়ের (ন্যাশনাল চর অ্যালায়েন্সের পক্ষে) উদোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক প্রতিমন্ত্রী আবদুল ওয়াদুদ দারা এমপি এবং এলজিইডির প্রধান প্রকৌশলী মো. আলী আখতার হোসেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল চর অ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা সভাপতি, উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান।

সেমিনারের শুরুতে স্বাগত বক্তব্য দেন সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের এমফোরসি (মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দ্য চরস) প্রকল্পের টিম লিডার আবদুল আওয়াল। এরপর এই প্রকল্প সম্পর্কে উপস্থাপন করেন এমফোরসি প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. আবদুল মজিদ প্রামাণিক। সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন রুরাল ডেভেলপমেন্ট একাডেমি বগুড়ার মহাপরিচালক মো. খুরশীদ ইকবাল রেজভী, এবং সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মুজিবুল হাসান সেজান। সবশেষে ধন্যবাদ প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

সেমিনারে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, অতিরিক্ত সচিব (কৃষি, পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান) মো. ছায়েদুজ্জামান, প্রকল্প পরিচালক (আমার গ্রাম আমার শহর) আবুল মঞ্জুর মো. সাদেক, সিডিএসপির অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাঈদ আহম্মদসহ চরের মানুষের উন্নয়নে কর্মরত সরকারের বিভিন্ন প্রকল্প এবং বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করেন। এ ছাড়াও চর থেকে আসা বাসিন্দারাও আলোচনায় অংশ নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ