Views Bangladesh

Views Bangladesh Logo

ঈদযাত্রাকে ঘিরে বাড়তি ভাড়া আদায় করলে ব্যবস্থা নেয়া হবে: ডিএমপি

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ১২ জুন ২০২৪

দযাত্রাকে কেন্দ্র করে কোনো পরিবহন বাড়তি ভাড়া আদায় করলে সেই বাসের মালিক ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মুনিবুর রহমান।

বুধবার (২১ জুন) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মুনিবুর রহমান বলেন, ‘প্রতিটি বাস টার্মিনালে বিভিন্ন সংস্থার সমন্বয়ে গঠিত সার্ভিলেন্স টিম আছে। চার্ট অনুযায়ী ভাড়া আদায় হচ্ছে কি না, বাড়তি ভাড়া নেয়া হচ্ছে কি না- এগুলো দেখভাল করবেন সার্ভিলেন্স টিমের সদস্যরা। পাশাপাশি ভ্রাম্যমাণ আদালতও থাকবে।’

ডিএমপির এই কর্মকর্তা বলেন, ‘অযাচিতভাবে ভাড়া আদায়ের অভিযোগ পেলেই তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

তিনি আরও বলেন, ‘অনেক লোকাল বাস যাত্রী নিয়ে ঈদের সময় ঢাকার বাইরে যায়। অনেক সময় এ বাসগুলো আটকানো যায় না। কিন্তু আটকানো না গেলেও আমরা তাদের বিরুদ্ধে ভিডিও মামলা করতে পারবো। পরে যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া যায়।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ