Views Bangladesh Logo

এখনও সুযোগ আছে বিশ্বকাপ খেলার

স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। এই হারে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারিয়েছে তারা। ম্যাচটিতে জিততে পারলে নিউজিল্যান্ডকে টপকে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতেন নিগার সুলতানা জ্যোতিরা।

নারী ওয়ানডে চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে নিউজিল্যান্ড ও বাংলাদেশের অর্জন সমান ২১ পয়েন্ট করে। কিন্তু নেট রান রেটে পিছিয়ে পড়ায় বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লেখাতে পারেনি বাংলাদেশ। বিশ্বকাপে সরাসরি খেলছে স্বাগতিক ভারতসহ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ছয়টি দল। আগামী আগস্ট ও সেপ্টেম্বরে ভারতের মাটিতে হবে মেয়েদের বিশ্বকাপ আসর।

বিশ্বকাপে সরাসরি খেলার যোগ্যতা হারানোর পর এখন বাংলাদেশকে বাছাই পর্বের খেলায় অংশ নিতে হবে। যদিও বিশ্বকাপ বাছাই পর্বের দিন-তারিখ এখনো ঠিক না হয়নি। তবে ভারতের মাঠেই হবে বাছাই পর্বের খেলা। এই পর্বে ৬টি দেশ অংশ নেবে। এর মধ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে নাম লেখাবে দুটি দেশ।

২৪ জানুয়ারি পর্যন্ত চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের ৭ থেকে ১০ নম্বরে থাকা চারটি দল- বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ বাছাই পর্বে খেলবে।

২০২৪ সালের ৩১ অক্টোবর পর্যন্ত আইসিসি নারী দলের র‌্যাংকিংয়ে থাকা ১১তম ও ১২তম দল- স্কটল্যান্ড ও থাইল্যান্ড বাছাই পর্বে খেলার সুযোগ পেয়েছে। ২০২২ বিশ্বকাপে দুটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ৯টি দল বিশ্বকাপ বাছাই পর্ব খেলেছিল। সেখান থেকে তিনটি দল বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নেয়। এরমধ্যে বাংলাদেশও ছিল।

কিন্তু এবার বাছাই পর্বে ৬টি দল একই গ্রুপে পরস্পরের বিপক্ষে খেলবে। অর্থাৎ বাংলাদেশকে পাঁচটি ম্যাচে পরীক্ষা দিয়ে বাছাই পর্বের বৈতরণী পার হতে হবে।

গত আসরে প্রথমবারের মতো নারী ওয়ানডে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার রেকর্ড গড়েছিল বাংলাদেশের মেয়েরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূল মঞ্চে উঠার পথ নিগার সুলতানা জ্যোতিদের জন্য অনেক কঠিন হয়ে গেল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ