Views Bangladesh

Views Bangladesh Logo

ঢাবি ও জাবিতে পিটিয়ে হত্যা

মব জাস্টিস বন্ধ করুন

Editorial  Desk

সম্পাদকীয় ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

ম্প্রতি দেশে মব জাস্টিস উদ্বেগজনক পরিস্থিতিতে উপনিত হয়েছে। মব জাস্টিস ধীরে ধীরে রূপ নিচ্ছে বর্বরতায়। যার শেষ উদাহরণ গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চোর সন্দেহে এক তরুণকে পিটিয়ে হত্যা। পিটিয়ে হত্যার আগে উক্ত ব্যক্তিকে ভাত খাওয়ানো হয়। তারপর দফায় দফায় পেটানো হয়। প্রকাশিত ছবিতে দেখা যায় ওই ব্যক্তির সারা শরীর ক্ষত-বিক্ষত হয়ে গেছে।

সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের অতিথিকক্ষে আটকে রেখে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে একদল শিক্ষার্থীর বিরুদ্ধে। গতকাল বুধবার রাতে কয়েক ঘণ্টা ধরে দফায় দফায় মারধরে অজ্ঞাতপরিচয় ওই ব্যক্তির মৃত্যু হয়। গতকাল দিবাগত রাত ১২টার দিকে কয়েকজন শিক্ষার্থী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির নাম তোফাজ্জল বলে জানা গেছে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, হাসপাতালে নিয়ে এলে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এই ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিপীড়নবিরোধী শিক্ষার্থীবৃন্দ গতকাল (বৃহস্পতিবার) সকাল ১০টায় বিক্ষোভ মিছিল করেছেন, সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের কাছে জমায়েত হয়ে প্রতিবাদ করেছেন। এই ঘটনার সুষ্ঠ তদন্ত হওয়ার জন্য শাহবাগ থানায় মামলা করা হয়েছে।

অন্যদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। দুটো ঘটনাই সারা দেশের মানুষকে হতভম্ব করে দিয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে সমালোচনার ঝড়। কোনোভাবেই মব-জাস্টিস থামানো যাচ্ছে না কেন?

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পর থেকেই মব-জাস্টিস ব্যাপকভাবে দেখা যাচ্ছে। মানুষ বিচার নিজের হাতে তুলে নিচ্ছে। অসংখ্য শিক্ষককে প্রহার করে পদত্যাগে বাধ্য করা হয়েছে। অপরাদের বিচার করবে আদালত, কিন্তু মানুষ কেন বিচার হাতে তুলে নিচ্ছে। এটা দেশের সামগ্রিক বিচারব্যবস্থার দুর্বলতাই প্রকাশ করে। স্বয়ং প্রাধন উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস গত ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে ভাষণে বলেছিলেন, ‘কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। আইন নিজের হাতে তুলে নিয়ে কেউ সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করলে আমরা তাকে অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসব।’

প্রধান উপদেষ্টার বক্তব্যের পরও কার্যত তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। এর কারণ কি সাধারণ মানুষ দেশের বিচারব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, না কি মানুষ কোনো পাগলামীর শিকার হয়েছে। যদি তা-ই হয় তাহলে এর চিকিৎসা প্রয়োজন। একটা দেশকে এভাবে অন্ধকারের দিকে ঠেলে দেয়া যায় না। বিচারহীনতার সংস্কৃতি একবার গড়ে উঠলে সেটাকে সামাল দেয়া কঠিন হয়ে যাবে। আমরা চাই, সরকার এ বিষয়ে সর্বোচ্চ কড়া নজর দিয়ে অতিশীঘ্রই মব-জাস্টিসের হাত থেকে জাতিকে উদ্ধার করবে। অপরাধীদের আইনসম্মত বিচার ছাড়া এটা সম্ভব নয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ