Views Bangladesh Logo

মেট্রো স্টেশনের নিচে ধর্ষণের শিকার পথশিশু, যুবক আটক

রাজধানীর শাহবাগে মেট্রো স্টেশনের নিচে এক পথশিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর আশপাশের লোকজনের সহায়তায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বুধবার (১৫ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহবাগ মেট্রোরেল স্টেশনে ঘটনাটি ঘটে।

ওই শিশুটি শাহবাগ এলাকায় ফেরি করে ফুলের মালা বিক্রি করে বলে জানায় অন্য এক পথশিশু মোবারক। মোবারক আরও জানায়, রাতে মেট্রো স্টেশনের নিচে শিশুটির চিৎকার শুনে অনেক লোকজন জড়ো হয়। সেখানে গিয়ে দেখি ওই শিশু রক্তাক্ত অবস্থায় পরে আছে। আর ওই ছেলেকে লোকজন ঘিরে রেখেছে। পরে থানা পুলিশের মাধ্যমে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে রমনা থানার পরিদর্শক (তদন্ত) মো. তারেকুল ইসলাম বলেন, রাতে খবর পেয়ে মেট্রোরেল স্টেশনের নিচ থেকে ধর্ষণের শিকার ওই পথ শিশুকে উদ্ধার করা হয়। এই ঘটনায় রায়হান (১৯) নাম এক যুবককে আটক করা হয়েছে। শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ