Views Bangladesh

Views Bangladesh Logo

থানাসহ পুলিশের যে কোনো স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

দেশজুড়ে থানাসহ পুলিশের যে কোনো স্থাপনায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর। সেই সঙ্গে অস্ত্র ও গোলাবারুদের নিরাপত্তাও বাড়াতে বলা হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের অপারেশন বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত মহাপরিদর্শক (আইজিপি) মো. আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নির্দেশনায় বলা হয়েছে, সব থানায় কমপক্ষে তিনটি সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। এ ছাড়াও থানা কিংবা পুলিশের যে কোনো স্থাপনা হামলার শিকার হলে কীভাবে প্রতিহত করতে হবে, তার নির্দেশনা পুলিশ সদর দপ্তর থেকে সব ইউনিটে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে অতিরিক্ত আইজিপি মো. আনোয়ার হোসেন সংবাদমাধ্যমকে বলেন, “বান্দরবানে অস্ত্র লুটের ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সকল ইউনিটে অ্যালার্ম প্যারেডের নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এটি নিয়মিত কার্যক্রমের অংশ।”

এদিকে পুলিশ সদর দপ্তরের মতো ঢাকা মহানগর পুলিশও (ডিএমপি) থানা ও পুলিশের স্থাপনার নিরাপত্তা জোরদার করার বিষয়ে সার্কুলার জারি করেছে।

গত মঙ্গলবার জারি করা ডিএমপির সার্কুলারে বলা হয়, প্রত্যেক থানায় কমপক্ষে ৩টি স্থায়ী সেন্ট্রি পোস্ট নির্মাণ করতে হবে। তবে বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে এ সংখ্যা কম-বেশি হতে পারে। রাতে ডাবল সেন্ট্রি ডিউটি মোতায়েন করতে হবে।

এ ছাড়াও অতিরিক্ত সংখ্যক পুলিশের ছুটি বা অন্যত্র দায়িত্বে না রাখার বিষয়ে খেয়াল রাখাসহ বাইরের কারও দেয়া খাবার না খাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে। পাশাপাশি অস্ত্রাগার সুরক্ষিত রাখা এবং রাতে নির্দিষ্ট সময় পর থানায় বাইরের কেউ প্রবেশ করলে নিরাপত্তার স্বার্থে চেকিং ও সতর্কতার সঙ্গে প্রবেশ করতে দিতে হবে।

এ প্রসঙ্গে ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বলেন, ‘সুনির্দিষ্ট কোনো হুমকির জন্য নয়, সবাই সতর্ক রাখার জন্য এ নির্দেশনা দেওয়া হয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ