Views Bangladesh

Views Bangladesh Logo

খাগড়াছড়ি, রাঙামাটিতে সহিংসতায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: আইএসপিআর

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

ম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটিতে সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আইএসপিআর চলমান উত্তেজনা প্রশমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করতে স্থানীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এই অস্থিরতা তিন পার্বত্য জেলায় সহিংস দাঙ্গায় পরিণত হতে পারে। তাই তিন জেলার জনগণকে শান্ত থাকার এবং শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

এর আগে, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে জনসমাগম নিষিদ্ধ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধারন জনমানুষের চলাচল সীমিত করে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে খাগড়াছড়িতে সংঘটিত সহিংসতায় ৩ জন নিহত ও ৯ জন আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছে, এবং সবাইকে সহযোগিতা করার জন্য আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ