Views Bangladesh

Views Bangladesh Logo

গুলিস্তানে ছাত্র-জনতার অবস্থান, সতর্ক পুলিশ

Senior  reporter

সিনিয়র রিপোর্টার

রবিবার, ১০ নভেম্বর ২০২৪

ওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানের জিরো পয়েন্ট ও দলটির কার্যালয় পাহারা দিচ্ছেন ছাত্র-জনতা।

রোববার (১০ নভেম্বর) সকাল থেকে তাদের অবস্থান দেখা গেছে। এছাড়া বিএনপির নেতাকর্মীরাও রয়েছেন সেখানে।

সকাল ৮টার দিকে শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে জিরো পয়েন্টে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। এরপর বিভিন্ন শ্রেণিপেশার মানুষও সেখানে শ্রদ্ধা জানাতে শুরু করেছেন।

এদিকে, কর্মসূচি ঘিরে বিশৃঙ্খলা এড়াতে গুলিস্তানে নূর হোসেন চত্বর ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাঁজোয়া যান ও জলকামান নিয়ে সতর্ক অবস্থানে আছেন পুলিশ সদস্যরা। জিরো পয়েন্টসহ রাজধানীর বিভিন্ন সড়কের মোড়ে অন্যদিনের তুলনায় পুলিশের বাড়তি সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

এর আগে ৯ নভেম্বর আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট ১০ নভেম্বর বিকেলে ৩টার দিকে বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়। গুলিস্তানের জিরো পয়েন্টে নেতাকর্মীদের জড়ো হওয়ার আহ্বান জানায় দলটি।

তাদের কর্মসূচি প্রতিহত করতে গুলিস্তানে শনিবার সন্ধ্যার পর থেকেই অবস্থান নেয় বিএনপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন দল ও সংগঠন।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ