Views Bangladesh

Views Bangladesh Logo

আজও ৭ কলেজের শিক্ষার্থীদের সায়েন্সল্যাব মোড় অবরোধ

 VB  Desk

ভিবি ডেস্ক

বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ তিন দাবিতে দ্বিতীয় দিনের মতো সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা।

বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১টা থেকে অনির্দিষ্টকালের ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে সাইন্সল্যাবের সবকটি সড়ক আটকে রেখেছেন শিক্ষার্থীরা। ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। তীব্র যানজটে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- অনতিবিলম্বে সাত কলেজ বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করতে হবে। এই কমিশন বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করে ৩০ দিনের মধ্যে একটি রূপরেখা প্রণয়ন করবে এবং স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গিয়ে কোনো সেশনজট তৈরি হতে পারবে না। যতোদিন বিশ্ববিদ্যালয় গঠিত না হবে, ততোদিন সেশনজট যেন না হয় সেভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে তাদের কার্যক্রম চালিয়ে নিতে হবে।

মঙ্গলবারও (২৯ অক্টোবর) দুপুরের দিকে সায়েন্সল্যাবের ওই সড়ক আটকে আন্দোলন করেন শিক্ষার্থীরা। এতে সারা দিন ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। বিকাল পাঁচটার দিকে শিক্ষার্থীরা অবরোধ উঠিয়ে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ