মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে বাম ছাত্র সংগঠনগুলোর প্রতিবাদ
বাংলা বর্ষবরণের আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রার’ নাম বদলে ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার প্রতিবাদ করেছে বাম ছাত্র সংগঠনগুলো।
এই পরিবর্তনকে মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য ‘অশনি সংকেত’ হিসেবে বর্ণনা করে তারা বলেছে এটি ‘সাম্প্রদায়িক গোষ্ঠীর’ কাছে অন্তর্বর্তী সরকারের ‘আত্মসমর্পণ’।
একইসাথে কর্তৃপক্ষকে নাম পরিবর্তনের এ সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে তারা।
শুক্রবার ওই শোভাযাত্রার নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ করার সিদ্ধান্ত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন আজহারুল ইসলাম। এরপরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এক বিবৃতিতে বলেছে, 'সাম্প্রদায়িক-মৌলবাদী গোষ্ঠীর আস্ফালনের কাছে নতজানু হয়ে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন দেশের মুক্ত সাংস্কৃতিক চর্চার জন্য অশনি সংকেত। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দ্রোহের মশাল জ্বেলে শুরু হওয়া এই শোভাযাত্রায় ক্রমেই আপামর জনতা ‘একাত্ম হয়েছিল’। ধর্মনিরপেক্ষ বাংলাদেশের এক অনন্য প্রতিচ্ছবি এই মঙ্গল শোভাযাত্রা যেখানে সকল ধর্ম-বর্ণ-জাতির নির্বিশেষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা প্রত্যক্ষ করেছি।'
'তার বিপরীতে বারবার বিভিন্ন মৌলবাদী শক্তির আস্ফালন ও শাসকশ্রেণির কূটকৌশল, নিয়ন্ত্রণের মধ্য দিয়ে এর গণচরিত্রে চিড় ধরানোর অপচেষ্টার নজিরও আমরা দেখেছি। বিগত কর্তৃত্ববাদী শাসনের আমলেও আমরা দেখেছি এই শোভাযাত্রার প্রতিবাদী চরিত্রকে হরণ করা হয়েছিল।'
'শুরু থেকেই আমরা দেখেছি চারুকলা অনুষদের শিক্ষার্থী-শিক্ষকের স্বতন্ত্র এই আয়োজনে সরকার নগ্নভাবে হস্তক্ষেপ করেছে, যা ইতিপূর্বে কখনও ঘটেনি। সবশেষ নাম পরিবর্তনের এই সিদ্ধান্তও সেই হস্তক্ষেপের অংশ এবং অন্তর্বর্তী সরকারের জনতুষ্টিবাদী রাজনীতির প্রতিফলন।'
এদিকে ঐতিহ্যবাহী বর্ষবরণ শোভাযাত্রার পরিবর্তিত নাম প্রত্যাখ্যান করে সর্বত্র 'মঙ্গল শোভাযাত্রা' হিসেবেই আখ্যায়িত করার আহ্বান জানিয়েছ্র বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
শুক্রবার (১১ এপ্রিল ) বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মাইন আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বর্ষবরণ শোভাযাত্রার পরিবর্তিত নাম 'আনন্দ শোভাযাত্রা' প্রত্যাখ্যান করে 'মঙ্গল শোভাযাত্রা' হিসেবেই সর্বত্র আখ্যায়িত করা হবে। যে কোনো পরিস্থিতিতে ফ্যাসিস্ট সাম্প্রদায়িক মবের অনুগত প্রশাসনিক সিদ্ধান্ত প্রতিহত করা হবে।'
তারা শোভাযাত্রার পরিবর্তিত নাম প্রত্যাখান করে বলেন, 'স্বৈরাচারের অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিবাদের হাতিয়ার মঙ্গল শোভাযাত্রা আওয়ামী শাসনামলে সরকারের হস্তক্ষেপের শিকার হয়। সেই অপতৎপরতা কাঁধে নিয়ে হাঁটতে দেখা যাচ্ছে বর্তমান প্রশাসনকে।'
'শিক্ষার্থীদের কর্তৃত্ব কেড়ে নিয়ে মঙ্গল শোভাযাত্রার উপর প্রশাসনিক ও রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার গণবিরোধী পরিকল্পনা' রুখে দিতে ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান জানায় ছাত্র ইউনিয়ন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে