Views Bangladesh

Views Bangladesh Logo

কোটা সংস্কার আন্দোলন

ছাত্র ধর্মঘট চলবে, রবিবার রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি ও গণ পদযাত্রা

Staff Reporter

নিজস্ব প্রতিবেদক

শনিবার, ১৩ জুলাই ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ছাত্র ধর্মঘট চলবে। এর পাশাপাশি আগামীকাল সকাল ১১ টায় রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি প্রদান এবং গণ পদযাত্রা কর্মসূচি পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এ কার্যক্রম শুরু হবে। এছাড়া ঢাকার বাইরে বিভিন্ন জেলায় শিক্ষার্থীরা আগামীকাল জেলা প্রশাসকের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর স্বারকলিপি প্রদান করবেন। 

সরকারি চাকরিতে কোটা সংস্কার ও আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, আমাদের ছাত্র ধর্মঘট অব্যাহত থাকবে। শিক্ষকরা ক্লাসে ফিরলেও শিক্ষার্থীরা ক্লাসে ফিরবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের আন্দোলন চলবে। যদি সুষ্ঠু সমাধান না হয় তাহলে বৃহত্তর গণ আন্দোলনে পরিণত হবে। 

তিনি বলেন, আমরা শুরু থেকেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম। সরকারের উচিৎ ছিলো, আমাদের সাথে আলচনা করে এর সমন্বয় করা। কিন্তু আমরা দেখেছি, পুলিশ ও ক্ষমতাসীন ছাত্র সংগঠনের মাধ্যমে শিক্ষার্থীদের উপর হামলা করা হয়েছে। 

এসময় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ছাত্র ধর্মঘট চলবে। শিক্ষকদের কাছে অনুরোধ, আপনারা যখন আন্দোলন করছিলেন, শিক্ষার্থীরা কিন্তু ক্লাসে যায়নি। আপনাদের কাছেও অনুরোধ ক্লাস- পরীক্ষার জন্য শিক্ষার্থীদের চাপ দিবেন না। আমরা চাই, শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক উন্নত হোক।

এসময় তারা জানান, ২৪ ঘন্টার মধ্যে মামলা প্রত্যাহার করতে হবে। এছাড়া যারা শিক্ষার্থীদের উপর হামলা করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রাবার বুলেট নিক্ষেপ করা হয়েছে। ৩০ জন শিক্ষার্থী আহত হয়েছে। আমাদের একটি সমন্বয়ক টিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে সরাসরি গিয়েছে। তারা শিক্ষার্থীদের সাথে কথা বলেছে। আমরা কুমিল্লা পুলিশের সাথেও মিটিং হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করছেন তাদের সাথে কুমিল্লা জেলা পুলিশ ও সংশ্লিষ্ট যারা আছেন তাদের মধ্যে যেন সমন্বয় থাকে সে বিষয়ে কথা বলেছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ