ইন্দোনেশিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৮, নিখোঁজ ৫
ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়াও এ ঘটনায় আরও পাঁচজন নিখোঁজ রয়েছেন।
এ প্রসঙ্গে শনিবার (৯ মার্চ) স্থানীয় কর্তৃপক্ষ জানায়, দেশটির পশ্চিমাঞ্চলীয় সুমাত্রা প্রদেশের পেসিসির সেলাতান রিজেন্সি এলাকায় মুষলধারে বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটে। এতে স্থানীয় কর্তৃপক্ষ সেখানকার প্রায় ৪৬ হাজার মানুষকে অস্থায়ী আশ্রয় শিবিরে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
এ বিষয়ে পেসিসির সেলাটান দুর্যোগ প্রশমন সংস্থার ভারপ্রাপ্ত প্রধান ডোনি গুসরিজাল এএফপিকে বলেন, ১৮ জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। এ ঘটনায় পাঁচজন নিখোঁজ রয়েছেন। বিপুল ধ্বংসস্তূপের কারণে চলমান উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
ডোনি আরও বলেন, ‘বন্যার প্রভাব অস্বাভাবিক ছিল। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। এই মুহূর্তে রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।’
ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার বিবৃতি অনুসারে, ভূমিধসে কমপক্ষে ১৪টি বাড়ি চাপা পড়েছে। এ ছাড়াও বন্যার পানিতে প্লাবিত হয়েছে ২০ হাজারেরও বেশি বাড়ি এবং ৮টি সেতু ধসে পড়েছে।
এএফপির এক সাংবাদিকের মতে, শনিবার এ বিপর্যয়ের ঘটনা ঘটে। এ ঘটনার পর পেসিসির সেলাতান রিজেন্সি এলাকার বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ থাকে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে